সাগরপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমানোর তালিকায় শীর্ষে বাংলাদেশীরা
সাগরপথে অবৈধভাবে ইউরোপ পাড়ি জমানো অভিবাসনপ্রত্যাশীদের তালিকায় এখন শীর্ষে বাংলাদেশীরা। এ খবর প্রকাশ করেছে, যুক্তরাজ্যের দৈনিক, 'ইনডিপেন্ডেন্ট'। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএমের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম তিন মাসেই সাগরপথে ইতালিতে পাড়ি জমিয়েছেন অন্তত ২ হাজার ৮শ' বাংলাদেশী। গেলো বছর এ সংখ্যা ছিল মাত্র একজন। প্রতিবেদনে বলা হয়, দালালদের মাধ্যমে দুবাই অথবা তুরস্কে হয়ে লিবিয়ায় পৌছান। সেখান থেকে সাগরপথে যান ইউরোপের দেশগুলোতে। এ জন্য গুনতে হয়, ১০ হাজার ডলারের বেশি অর্থ। এছাড়া মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরাও বাংলাদেশ হয়ে ইউরোপ পাড়ি দেন।