বিএনপি'র দেশজুড়ে ঘর গোছানোর কাজ শুরু
দেশজুড়ে ঘর গোছানোর কাজ শুরু করেছে বিএনপি। খুলনা বিভাগেও নেতাকর্মীদের চাঙ্গা করতে চলছে নানা চেষ্টা। কিন্তু শুরুতেই টালমাটাল অবস্থা দলটির।
কর্মিসভা ঘিরে বেড়েছে অভ্যন্তরীণ কোন্দল। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, সম্মেলন ছাড়াই কেন্দ্র থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি ঘোষণা করায় বাড়ছে বিভেদ। নির্বাচন সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করতে কর্মী সভার কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি।
দলের সিদ্ধান্তে দেশের ৭৭টি সাংগঠনিক জেলায় ধারাবাহিক ভাবে চলছে এ কর্মসূচি। আর তা সফল করতে ৫১টি কমিটির নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। যদিও বেশ কিছু জেলার কর্মী সভাতে ঘটেছে বিশৃঙ্খলা। গেলো ৩ মে ঝিনাইদহে প্রতিনিধি সভার আয়োজনে সংঘর্ষে জড়ায় দুপক্ষ।
সম্মেলন ছাড়াই গেলো ফেব্রুয়ারিতে খুলনায়, মার্চে সাতক্ষীরা আর চলতি মাসে বাগেরহাট জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। ২৭ এপ্রিল কমিটি গঠন করা হয়েছে খুলনা মহানগর ও জেলা যুবদলের। এভাবে কেন্দ্র থেকে কমিটি চাপিয়ে দেয়ায় ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা। কর্মী সভার উদ্যোগ নেয়া হলেও জেলা কাউন্সিল বা সম্মেলনের কোন উদ্যোগ নেয়নি কেন্দ্র।
মূলত অভ্যন্তরীণ কোন্দলের কারণে ৩ বছর থেকে ৮ বছর পর্যন্ত কোন সম্মেলন হয়নি বিএনপির খুলনা মহানগর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলায়। এছাড়া, মাগুরার চারটি উপজেলা ও একটি পৌরসভাসহ ছয়টি ইউনিটে সক্রিয় আছে পাল্টাপাল্টি কমিটি। তবে কোন্দল বেড়ে যাওয়ার কথা মানতে নারাজ দলের কেন্দ্রীয় নেতারা। দলে প্রতিযোগিতা থাকলেও কারো সাথে কোনো কোন্দল নেই বলে দাবি সিনিয়র নেতাদের।