এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। যাতে রয়েছে, বিভিন্ন বিহারে পতাকা উত্তোলন, বুদ্ধপূজা ও শীল গ্রহণ, পিণ্ডদান, শোভাযাত্রা ও আলোচনা সভা। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে, বুদ্ধিস্ট ফেডারেশন। এছাড়া, সকাল ৯টায় বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়, শান্তি শোভাযাত্রা।
আজ শুভ বুদ্ধ পূর্ণিমা
বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। এদিন, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহা পরিনির্বাণ ঘটেছিলো।