শ্রীপুরে হাইওয়ে ওসির মহাসড়ক পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান
টি.আই সানি,গাজীপুর Channel 4TV : গাজীপুর জেলার শ্রীপুরের প্রাণকেন্দ্র মাওনায় শ্রীপুর হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হুসেনের বিশেষ উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা ফ্লাইওভারের নিচে ও আশেপাশে দীর্ঘদিন ধরে অপরিস্কারে থাকা জায়গা ও যানজট নিরসনে বিশেষ অভিযান চালানো হয়। আজ ১০ মে বুধবার সকাল সাড়ে ১০ টায় ওসি মো. দেলোয়ার হুসেনের নেতৃত্বে শ্রীপুর পৌর সভার সহযোগিতায় ফ্লাইওভারের নিচে ও চারিদিকে পরিস্কারের জন্য মোট ১৩ জন পরিচ্ছন্নকর্মী দিয়ে সারাদিনব্যাপী চালানো হয় এই অভিযান। এ সময় শ্রীপুর পৌর সভার পক্ষ থেকে সি আই, মো. জহির রায়হান উপস্থিত ছিলেন । অভিযান শুরুর আগে স্থানীয় নেতাকর্মী, সুধীসমাজ ও গণমাধ্যমকর্মী নিয়ে ফ্লাইওভারের নিচে নির্মিত পুলিশ বক্সে এই সম্পর্কে আলোচনা করা হয়। চার লেনের এই ফ্লাইওভারের দৈর্ঘ্য সাড়ে ৪০০ মিটার, র্যাম্পসহ দৈর্ঘ্য ৯০০ মিটার । এটি নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি ২২ লাখ টাকা। ১১ এপ্রিল ২০১৫ সালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এই ফ্লাইওভার । এটি উদ্বোধনের পর থেকেই মহাসড়কে যত্রতত্রভাবে গাড়ী পার্কিং, উল্টোপথে গাড়ী চালানো, ভাসমান হকার এবং পৌরসভা প্রদত্ব অস্থায়ী বাজারের কারণে যানজট লেগেই থাকতো । জনগণের ভোগান্তীর চরম মূহুর্তে ওসি মো. দেলোয়ার হুসেনের এই উদ্যোগে আশা করা যায় সাধারাণ মানুষের দুর্ভোগ অনেকাংশেই কমে আসবে। ওসি মো. দেলোয়ার হুসেন বলেন, আমি এই থানায় হাইওয়ে অফিসার ইনচার্জ হিসেবে জয়েন করেছি মাত্র কয়েকদিন হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে যে কোনো ধরণের পদক্ষেপ নিতে আমি সব সময় প্রস্তুত আছি । তিনি এ ব্যপারে সবার সহযোগিতা কামনা করেছেন। যানজট নিরসনে ওসির এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আকতার বলেন, যানজট নিরসনে সকলের ভূমিকা বাঞ্চনীয়, সবাইকে এগিয়ে আসতে হবে আমার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।