পদ্মা সেতুর ৪৩ শতাংশ কাজ হয়েছে: ওবায়দুল কাদের
এখন পর্যন্ত পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৪৩ শতাংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, পদ্মা সেতুর পিলারে সুপার স্ট্রাকচার আগামী জুন থেকে স্থাপন শুরু হবে। আর পদ্মা সেতু কোন দলের সেতু নয়, বরং এটি ১৬ কোটি মানুষের সম্পদ বলেও মন্তব্য করেছেন তিনি।
মুন্সিগঞ্জে মাওয়ার পার্শ্ববর্তী দোগাছি সেতুর সার্ভিস এরিয়া-১ সভা কক্ষে নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, পদ্মা সেতু ২০১৮ সালের ডিসেম্বরে চালু করার টার্গেট নিয়ে এগুচ্ছে। বৈচিত্র্যপূর্ণ পদ্মার গভীরতা, মাটির প্রকৃতিসহ নানা কারণে ২ থেকে ৩ মাস টানাপোড়েনের মধ্যে ছিল। এখন সব সমস্যা অতিক্রম করে মূল কাজ সুপার স্ট্রাকচার-স্প্যান স্থাপনে এগিয়ে যাচ্ছে।
মন্ত্রী বলেন, ৪২টি পিলারে ৪১টি স্প্যানের মধ্যে ২০টি তৈরি হয়ে গেছে। এই ২০টি স্প্যান স্থাপন করতে করতে বাকি ২১টিও তৈরি হয়ে যাবে। পদ্মা সেতুর পাইল স্থাপনে বিশ্বের সবচেয়ে বেশি ৩ হাজার কিলো জুল ক্ষমতার হ্যামার চলতি মাসেই মাওয়ায় এসে পৌঁছাবে।
ওবায়দুল কাদের বলেন, স্প্যান স্থাপন শুরু হলে সময় বেশি লাগবে না। ১৫ দিন পরপরই একটার পর একটা স্প্যান বসতে থাকবে।