গাংনীতে পুলিশের এসআই ও হাসপাতালের অফিস সহকারী লাঞ্চিতের পাল্টা পাল্টি অভিযোগ
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধি Channel 4TV : মেহেরপুরের গাংনীর বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মোস্তফার বিরুদ্ধে হাসপাতালের অফিস সহকারী আসাদুজ্জামান লিটন কে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এদিকে এসআই মোস্তফা পাল্টা অভিযোগ করেছেন হাসপাতালের অফিস সহকারী আসাদুজ্জামান লিটন তাকে লাঞ্চিত করেছেন। পাল্টাপাল্টি অভিযোগে উভয় পক্ষ তাদের কর্তৃপক্ষের কাছে নালিশ করেছেন। এসময় দুজন দুজন কে দেখে নেওয়ার হুমকী দিয়েছেন। এঘটনায় এসআই মোস্তফা ও অফিস সহকারী আসাদুজ্জামান লিটনের বিরুদ্ধে নানা সরগরম সমালোচনা চলছে সর্বত্রই। বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোস্তফা অভিযোগ করে বলেন, গাংনী থানার মামলা নং ১৪ তাং ২৩/০২/১৭ ইং তারিখের মেডিকেল সার্টিফিকেট নেওয়ার জন্য গত ২৮/০২/১৭ ইং তারিখে আবেদন দিলেও গত দু মাসেরও বেশি সময় নানা অজুহাতে হাসপাতালের তৃতীয় শ্রেনীর কর্মচারী (অফিস সহকারী) আসাদুজ্জামান লিটন সার্টিফিকেট দেননী। শনিবার সকাল ১১ টার সময় আবারো হাসপাতালে সার্টিফিকেট আনার জন্য অফিস সহকারী আসাদুজ্জামান লিটনের কাছে গেলে উল্টোপাল্টা কথা বলে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে বলে। এসময় দুজনের মধ্যে বাকবিতন্ডা হলে সে আমাকে শারিরিক ভাবে লাঞ্চিত করে। তাৎক্ষনিক বিষয় টি গাংনী থানার ওসি আনোয়ার হোসেন কে অবগতি করা হয়েছে। পাল্টা অভিযোগ করে অফিস সহকারী আসাদুজ্জামান লিটন বলেন,তৎকালিন সময়ের কর্তব্যরত ডাক্তার বদলী জনিত কারনে সার্টিফিকেট দিতে সময় লেগেছে। একারনে এসআই মুস্তফার সাথে কথাকাটাকাটি হলে তিনি আমাকে শারিরিক ভাবে লাঞ্চিত করেন। এ বিষয় টি উদ্ধর্ত্বন কর্তৃপক্ষ কে অবগত করা হয়েছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন,বেশ কিছুদিন যাবৎ মেডিকেল সার্টিফিকেট দিতে গড়িমড়ি করার কারনে দুজনের মধ্যে একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে।