বনানীর রেইনট্রি হোটেলে মদসহ শুল্ক ফাঁকি দেয়া পণ্য জব্দ
বনানীর দ্য রেইনট্রি হোটেলে অভিযান চালাচ্ছে শুল্ক গোয়েন্দা বিভাগের একটি দল। অভিযানে হোটেলের একটি কক্ষে ১০ বোতল মদ পাওয়া গেছে। এছাড়া ওই হোটেল থেকে মদসহ শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা বিভিন্ন পণ্যও জব্দ করা হয়েছে।
রোববার শুল্ক গোয়েন্দা বিভাগের ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে রেইনট্রি হোটেলে পাওয়া মদের বোতল এবং অভিযানের ছবিও প্রকাশ করা হয়েছে।
হোটেলে অভিযান এখনো চলছে এবং প্রতিটি কক্ষ তল্লাশি চলছে বলেও ওই পোস্টে জানানো হয়েছে।
তবে এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য দেয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
গত ২৮ মার্চ বনানীর এই হোটেলেই জন্মদিনের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে।
যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের একজন সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম।
এই অভিযোগের পর শুল্ক গোয়েন্দা বিভাগ ‘পাবলিক ডিমান্ডের’ ভিত্তিতে রোববার বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর বিভিন্ন মার্কেটে ‘ডার্টি মানি’র অনুসন্ধানে আপন জুয়েলার্সের ৫টি শোরুমে অভিযান চালায়। অভিযান পরিচালনার সময় গুলশানের শোরুমটি বন্ধ পাওয়ার কারণে তা সিলগালা করে দেয়।
প্রাণনাশসহ বিভিন্ন হুমকি উপেক্ষা করে ঘটনার একমাসের বেশি দিন পর ওই দুই তরুণী ৪ মে বনানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করতে যান।
তবে থানা পুলিশ মামলা না নিয়ে তাদেরকে হয়রানী করে বলে অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টা পর ৬ মে ওই অভিযোগ লিপিবদ্ধ করে।