শ্রীপুরে ইউপি সদস্যের নিজ উদ্যোগে রাস্তা নির্মান
টি.আই সানি,গাজীপুর Channel 4TV :
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউপি সদস্য আব্দুল আজিজ মেম্বার জনগনের চলাচলের সুবিধার্থে নিজ উদ্যোগে রাস্তায় টাইলর্স দিয়ে মেরামত করছেন। একটি রাস্তা দিয়ে চলাচল করেন প্রায়১০ গ্রাামের মানুষ। কিন্তু দীর্ঘদিন ধরেই অনুপযোগী এই রাস্তা। শেষমেশ ইউপি সদস্য আব্দুল আজিজ মেম্বার ও গ্রামবাসীরা মিলিত হয়ে রাস্তা মেরামতের উদ্যোগ নেন। গ্রামবাসীরা নিজেরাই ডালি কোদাল নিয়ে মাটি কেটে টাইলর্স দিয়ে এই রাস্তা নির্মাণ করেন।
বৃহস্পতিবার সকাল থেকে গ্রামবাসী ও ইউপি সদস্য উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ধনুয়া বড়চালা গ্রামে এই রাস্তাটি নির্মাণ শুরু করেন।
জৈনাবাজার হইতে গাজীপুর পর্যন্ত চলাচলের রাস্তাটি নির্মাণ কাজে অংশ নেন গাজীপুর ইউপি সদস্য আব্দুল আজিজ মেম্বার নিজেই।
গ্রামবাসীরা জানায়, জৈনাবাজার হইতে শিশু তোষ স্কুল থেকে ধনুয়া বড়চালা গ্রাম হয়ে সাতানী হাট বাজারের এ রাস্তা দিয়ে গাজীপুর ইউনিয়নের, ধনুয়া কাঁচারি পাড়া, ধনুয়া দক্ষি পাড়া গ্রামসহ১০টি গ্রামের মানুষ চলাচল করে।
গাজীপুর ইউপি সদস্য আব্দুল আজিজ মেম্বার জানান,আমার এলাকায় বেশ কয়েটি রাস্তা কাঁচা মাটির রয়েছে,এই রাস্তা গুলো বৃষ্টির কারনে চলাচলের অনুপযোগী হওয়ায়,নগর হাওলা,ধনুয়া কাঁচারি পাড়া,বড়চালা গ্রামবাসীরা নিজ উদ্দ্যোগে রাস্তায় টাইলর্স দিয়ে নির্মাণ করলেও চেয়ারম্যান দেখতেও আসেনি। অন্যদিকে রাস্তা কালভার্ট নির্মাণ করা হলেও সেই কালভাট্রের দুদিকে রাস্তা নির্মাণ না করায় সেটি অকেজো হয়ে পড়েছে।
এ ব্যাপারে ২নং গাজীপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের প্রচেষ্টায় কয়েটি রাস্তায় ইটের সলিং নির্মাণ করা হয়েছে,আবারও কয়েটি রাস্তা নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে।