LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ বৃহস্পতিবার| ২৮ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

মুন্সীগঞ্জের মাদকের ব্যাপারে তদবিরকারিরা মাদক ব্যবসার সাথে জড়িত!



রুবেল মাদবর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি Channel 4TV :
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেছেন, মাদকের ব্যাপারে তদবিরকারীরা মাদকব্যবসার সাথে জড়িত।বৃহস্পতিবার দুপুরে এক অনুসন্ধানী প্রতিবেদন শেষে ফোনালাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম যোগদান করার পর পরমাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সভা সেমিনার, মাদক বিরোধী র‌্যালী, সমাবেশ ও কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে জেলায় ব্যাপক সচেতনতা বাড়িয়েছেন।ইতিমধ্যে বিপুল সংখক মাদক সেবনকারী, বিক্রেতা ও ডিলারদের আইনের আওতায় এনেছে পুলিশ। কয়েকমাস আগে জেলা পুলিশ সুপার ঘোষণা করেন, জেলার সকল উপজেলার সকল মাদক বিক্রেতা ও সেবনকারীদের তালিকা তৈরী করে মাদক সেবীদের চিকিৎসা ও বিক্রেতাদের পূর্নবাসনের উদ্যোগ গ্রহণ করেন।সে লক্ষে বিভিন্ন সংস্থার সাথে আলাপ আলোচনা করেছে জেলা পুলিশ। ইতিমধ্যে এ কাজে অনেক সংস্থাই এগিয়ে আসার জন্য আগ্রহী হয়েছেন।সরেজমিনে অনুসন্ধান করে জানা গেছে, মুন্সিগঞ্জ জেলায় এখন মাদকের ব্যবহার আগের চেয়ে কমে গেছে। জেলখানা সুত্রে জানা যায়, জেলখানায় কয়েদীদের মধ্যে শতকরা ৬০ ভাগই মাদক মামলার আসামী। কিন্তু ইদানিং মুন্সিগঞ্জে হঠাৎ করে ব্যাপক হারে মাদকের ব্যাপারে তদবিরকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।এতে করে মাদকসেবী ও মাদক ব্যবসীরা অনেকটা উৎসাহী হয়ে আইনশৃংখলা বাহিনীর চোখে দুলো দিয়ে চালাচ্ছে মাদক ব্যবসা। এলাকার সাধারণ মানুষের সাথে আলাপকালে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় মাদক ব্যবসায়ীরা আবারো মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা ও যুবসমাজকে ধবংসের পায়তারা শুরু করেছে।আর এর সাথে নতুন করে যোগ হয়েছে কতিপয় নামধারী সংবাদকর্মী। তারা বিভিন্ন সময়ে মাদকের ব্যাপারে জোর তদবির চালায় ।এতে করে একদিকে মাদক ব্যবসায়ীরা উৎসাহিত হচ্ছে অন্যদিকে উঠতি বয়সের যুব সমাজ চলে যাচ্ছে ধবংসের পথে।আর খুচরা বিক্রির সাথে জড়িত রয়েছে দরিদ্র কিছু মানুষ। কেউ কেউ মাদক ব্যবসা করে পেটের দায়ে আবার কেউ অল্পতে বড় লোক হওয়ার লোভে। আবার কেউ কেউ মহান পেশার আড়ালে , রাজনৈতিক ছত্রছায়ায়, সাংবাদিকতার আড়ালে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।অনেকে আবার দেখা গেছে মাদক নিয়ে কেউ আটক হলে জোর তদবির শুরু করেন। আবার কেউ কেউ অতি উৎসাহী হয়ে মাদক বিক্রেতার পক্ষে সাফাই গেয়ে সংবাদ পরিবেশন করে। এতে করে সাধারণ মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।নাম প্রকাশে অনিচ্চুক এক আইনজীবি অভিযোগ করে বলেন, মূল যারা ব্যবসায়ী তারা সমাজের পুঁজিবাদি বা নেতা প্রকৃতির লোক। কেউ বা গোপনে সাংবাদিকতার আড়ালে জড়িয়ে পড়েছে মাদক ব্যবসার সঙ্গে। অল্প দিনেই অনেকে বাড়ী , গাড়ী ও কোটি টাকার বনে গিয়েছে। তারা বরবারই ক্ষমতা ও টাকার জোরেথেকে যায় অন্তরালে। সংবাদিকরা হলো সমাজের বিবেক আর এই বিবেকবান ব্যক্তিরা যদি মাদক নিয়ে ধরা পড়ে তাহলে জাতি তাদের থেকে কি আসা করতে পারে? ।সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, আপনাদের আশপাশে যারা অতি অল্প সময়ে গাড়ী ও বাড়ীর মালিক হয়েছেন। যাদের দৃশ্যমান কোন আয় নেই তারাই হলো মাদকব্যবসার গডফাদার। এরা মূলত রাজনৈতিক প্রভাব , সাংবাদিকতার প্রভাবে সব সময় পর্দার আড়ালেই থাকে। মাঝে মধ্যে ছোট ছোট নেশার চালান নিয়ে যেসব লোক ধরা পরে তাদেরকে আইনের হাত থেকে বাঁচাতে সেসব প্রভাবশালী লোক আর সাংবাদিকদের দৌড়ঝাঁপ বেড়ে যায়।প্রভাবশালীদের কথামত কাজ না করলে পুলিশের বদনাম করে বেড়ায় আর সাংবাদিকনামদারী মাদক ব্যবসায়ীরা পুলিশকে দোষারোপ করে মিথ্যা অভিযোগ এনে ভিত্তিহীন সংবাদ প্রচার করে। মাদক ব্যবসায়ীদের ব্যাপারে তদবিরকাদীদের লাভ কোথায়? কি স্বার্থ আছে মাদকের ব্যাপারে তদবির করে? । নিশ্চই তারামাদক সেবন আর বিক্রির সাথে জড়িত রয়েছে। এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছেসর্ব মহলে ।এ ব্যাপারে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেন, মাদকের ব্যাপারে কোন আপোষ নয়। রাজনৈতিক নেতা, শিক্ষক, প্রভাবশালী, সাংবাদিক হোক কারো তদবীর চলবেনা। যারা মাদকের ব্যাপারে তদবীর করে তাদের কি লাভ? আমি মনে করি তদবিরকারীরা কোন না কোনভাবে মাদকসেবী ও ব্যবসায়ীদের সাথে জড়িত।


1