নীলফামারীতে সৈয়দপুরে দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
শাহ মো:জিয়াউর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি : সৈয়দপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন (এনজিও) মানবিক সাহায্য সংস্থা’র (এমএসএস) সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী এক বিশেষ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহায়তায় ওই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালের পরিচালনায় দিনব্যাপী চক্ষু ক্যাম্পে বাঙ্গালীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত দুই শতাধিক অসহায়, দুস্থ ও গরীব রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধপত্র দেওয়া হয়। রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন রংপুর নর্দান (প্রাঃ) মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. আব্দুস সামাদ। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক চোখের ছানি রোগীকে যাচাই-বাছাই করা হয়। এসব বাছাই করা রোগীদের এমএএসএস’র আর্থিক সহায়তায় অপারেশনের ব্যবস্থা করা হবে। উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান মোখছেদুল মোমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী শ্রণোবেশ চন্দ্র বাগচী, মানবিক সাহায্য সংস্থা’র (এমএসএস) এরিয়া ম্যানেজার খাদেমুল ইসলাম শাহ্ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন এমএসএস’র সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মো. রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য লুৎফর রহমান খান, আনিসুর রহমান, ষষ্ঠি চরণ দাস, রফিকুল ইসলাম, সচিব মোশাররফ হোসেন, ইডিও এর মোরশেদুল হক, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মো. আল-আমিন ও শাহানা আক্তার, সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজার (এসডিও) মো. শফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে সংস্থাটি দীর্ঘদিন ধরে হতদরিদ্রদের জন্য ঋণ দান, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, বিনা মূলে চক্ষু শিবির, মেধাবী শিক্ষার্থীদেও উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।