LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ বৃহস্পতিবার| ২৫ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

শৈলকুপা থানায় ওসির বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ শৈলকুপা থানার ওসি ঘুষ পেলে ওয়ারেন্টভুক্ত আসামীদেরকেউ ছেড়ে দেন



জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ Channel 4TV :
গত বছরের ১৮ অক্টোবর ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধা মুক্তার আহম্মেদ মৃধার ওপর হামলার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজটি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাদীপক্ষকে সরবরাহের অভিযোগ উঠেছে ওসি তরিকুল ইসলাম বিরুদ্ধে। এ বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ কমাতে থানার কম্পিউটার অপারেটর সজলকে বলির পাঠা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সজল বর্তমানে জেলা পুলিশ লাইনে ক্লোজড রয়েছেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, ৭০ হাজার টাকার বিনিময়ে ওসি তরিকুল ইসলাম বর্তমান সেকেন্ড অফিসার ইকবাল হোসেনের মাধ্যমে হামলার ভিডিওচিত্রটি মামলার বাদী মাহমুদুল হাসান সুমন মৃধাকে সরবরাহ করেন। নিয়মিত ওয়ারেন্টভুক্ত আসামীদের নিকট থেকে টাকা না পেলেই তাদের আটক করে ওসি চালান দেন বলেও অভিযোগ এলাকাবাসীর। শৈলকুপা উপজেলার ছোট বোয়ালিয়া গ্রামের রাশেদুজ্জামান, দুলু রবিউল, তবারেক অভিযোগ করেন, সম্প্রতি জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রতিবেশির সাথে তাদের বিরোধ হলে উভয়পক্ষকে ডেকে থানায় অভিযোগ নেন। পরে মিমাংসা করার আশ্বাস দিয়ে তাদের আত্মীয় ঝিনাইদহের দরিবিন্নী গ্রামের সোনা জোয়ার্দ্দারের মাধ্যমে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।

দুধসর গ্রামের হত্যাকান্ডকে পুঁজি করে ওই গ্রামের অভিযুক্ত আসামিদের বাড়িঘর লুটের সহযোগিতা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ওসি। তাদের অভিযোগ বাদীর পক্ষ নিয়ে গরু, ছাগল, ঘরের মালামাল, গাছপালা, ফসলাদি ফার্ণিচারসহ সর্বস্ব লুটপাটে ওসি তার অধীনস্থ এসআইদের মাধ্যমে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। দেবি নগর গ্রামের হত্যাকান্ডে বাদীর পক্ষ নিয়ে বাড়ি ঘর ভাংচুর লুটপাটে সহযোগিতা ঘরের মালামাল, গাছপালা, ফসলাদি ফার্নিচার বিক্রি করে নিয়েছেন আস্থাভাজন এসআইদের মাধ্যমে। এছাড়া দেবিনগর গ্রাম থেকে আসামীদের বড় বড় মেহগনি গাছ কেটে তিনি তার গ্রামের বাড়িতে ফার্নিচার বানানোর জন্য সবগুলো লগ নিয়ে গেছেন। তাছাড়া কিছুদিন পুর্বে উমেদপুর ১৩নং ইউনিয়নে শামিম মোল্লা গ্রুপ বনাম বাবুল গ্রুপের মধ্যে মারামারি হলে উভয় পক্ষ থেকেই ওসি কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নেই।

ভুক্তভোগীদের অভিযোগ, কাতলাগাড়ী অবৈধভাবে বসানো গরুর বাজারের জন্য তাকে ইতিমধ্যে হাটপরিচালনা কমিটি ৩টি ছাগল দিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তিনি কাতলাগাড়ি বালিমহল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের জন্য নিয়মিত টাকা আদায় করেন। উপজেলার শেখপাড়া, লাঙ্গলবাঁধ, কচুয়া, চড়িয়ালবিল হাটফাজিলপুর এলাকার মাদক কারবারিদের নিকট থেকে নিয়মিত উৎকোচ গ্রহণ করেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানিয়েছেন। ওসির দাবিকৃত টাকা দিতে না পারায় কাতলাগাড়ী বাজার সংলগ্ন আজিম উদ্দিন নামে এক ব্যবসায়ী প্রায় এক মাস বাড়ি ছাড়া। তিনিও জমাজমি সংক্রান্ত অভিযোগ করেছিলেন কিন্তু টাকা না দেওয়ায় তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে। আজিম উদ্দীনের অভিযোগ নিয়মিত টাকা না দেওয়ায় তাকে বাড়ি ছাড়াতে হয়েছে।

সম্প্রতি মাদক সম্রাট বকুল জোর্য়াদ্দারের সাথে থানায় বসে গোপন বৈঠক করেন ওসি তরিকুল ইসলাম। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোড়পাড় সৃষ্টি হয়। ওসির দাবিকৃত টাকা না দেওয়ায় আবাইপুর ইউনিয়নের মীনগ্রামের নিমাইকে মামলা ছাড়াই আটক করে পুলিশ। এরপর ১০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়ে একটি মাদক মামলা দেয়া হয়। দেশীয় অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজির অভিযোগে আরো দুইটি মামলা দিয়ে চালান দেয়া হয় আদালতে। বর্তমানে সে জেলহাজতে আছে।

২০১৪ সালে মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) থাকাকালে তরিকুল ইসলাম একটি চুরি মামলার বাদী মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার সাহেব আলীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে। সেসময় মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী সাহেব আলী হাজির হয়ে ওসি (তদন্ত) তরিকুল ইসলামের নামে ঘুষ গ্রহণের অভিযোগ এনে জবানবন্দি দেন। এ সময় ম্যাজিস্ট্রেট মতিয়ার রহমান বিষয়টি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক)  তদন্তের নির্দেশ দেন। অভিযোগের বিষয়ে জানতে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।


1