এমিকাস কিউরি সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে মত দিয়েছেন
বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে মতামত দিয়েছেন তিন এমিকাস কিউরি। তিন এমিকাস কিউরি সংবিধানের ষোড়শ সংশোধনী তাদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের মধ্যে ষোড়শ সংশোধনী সংবিধান পরিপন্থী বলে মত দিয়েছেন এমিকাস কিউরি ডক্টর কামাল হোসেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রাখার পক্ষে পরামর্শ দিয়েছেন তিনি।
তবে দ্বিমত পোষণ করে আরেক এমিকাস কিউরি আজমালুল হোসেন কিউসি বলেছেন, এতে বিচারপতিদের স্বার্থ জড়িত বলে মামলার বিচার সাবধানতার সাথে করতে হবে। প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অপর বিচারপতি ওই বক্তব্যে আপত্তি জানিয়ে বলেন, বাবা মায়ের মত নিঃস্বার্থভাবে কাজ করে বিচার বিভাগ।