জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ'র কারিগরি সহায়তার ৬০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী।
সভার শুরুতেই যথারীতি প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিলো আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীরা। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদেরও কাজ করতে হবে দলের জন্য। বিশেষ করে বিরোধী বিএনপি-জামায়াত সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করার আহ্বান জানান শেখ হাসিনা।
প্রায় সোয়া একঘণ্টার বক্তৃতায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি দেন তিনি। রামপাল বিদ্যুৎকেন্দ্রের মতো উন্নয়ন প্রকল্পের বিরোধীদের সমালোচনা করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী হিসেবে দেশ এবং দেশের বাইরে ব্যস্ততার কথা তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী। বলেন, দুর্যোগকালীন যেকোনো পরিস্থিতি মোকাবেলা করবে সরকার।
এদিকে সোমবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এসময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় অস্ট্রিয়া সরকারের পক্ষ থেকে।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস বিশ্ববাসীর কাছে তুলে ধরুন: প্রধানমন্ত্রী
আই এ ই এ'র কারিগরি সহায়তার ৬০ বছরপূর্তি সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎ করবেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও দুর্নীতি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ভিয়েনায় অস্ট্রিয়া আওয়ামী লীগের সংবর্ধনায় এ আহ্বান জানান তিনি। ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের সাথে।