লালন সংগীত ভারতীয়দেরও মন জয় করেছে
বাংলা ও বাঙালির হৃদয় ছাপিয়ে হিন্দিভাষী ভারতীয়দের মন জয় করতে চলেছে লালন সংগীত।
হিন্দিতে অনূদিত লালনের সুর ও বাণীর মূর্ছনা ছড়াতে নয়াদিল্লিতে সংগীতশিল্পী ফরিদা পারভিন। লালনের শতাধিক গান হিন্দিতে অনুবাদ করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার মুচকুন্দ দুবে। শুধু গান নয় 'লালন শাহ ফকির কি গীত' নামে একটি বইও প্রকাশ করতে চলেছেন তিনি।
সঙ্গে প্রকাশিত হতে চলেছে ফরিদা পারভিনের কণ্ঠে হিন্দিতে লালনগীতির ডিভিডিও। আগামী ৩ জুন শনিবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সেই বই ও ডিভিডির মোড়ক উন্মচন করবেন। তার ঠিক আগের দিন শুক্রবার সন্ধ্যায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার মাতোয়ারা হবে লালনের কথা ও গানে। অনুষ্ঠানে কীভাবে, কবে থেকে, কেন তিনি লালনে মাতলেন তা ব্যাখ্যা করবেন মুচকুন্দ দুবে নিজেই।