তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে প্রায় পৌনে চার হাজার কোটি টাকা
আরও বেড়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বাজেটের বরাদ্দ। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য মাথায় রেখে এবার প্রায় পৌণে চার হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দিচ্ছে সরকার। তবে কমেছে ডাক ও টেলিযোগাযোগ খাতের বরাদ্দ।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সরকার তথ্য প্রযুক্তি নির্ভর একটি দেশ গড়ে তুলতে চায়।
‘ডিজিটাল বাংলাদেশ’ ধারণার ওপর ভিত্তি করে তথ্য-প্রযুক্তির মহাসড়কে অনেকটা পথ হেঁটেছে বাংলাদেশ। এবার সেই পথ আরও বিস্তৃত করার পালা। দেশজুড়ে হাইটেক পার্ক গড়ে তুলে তথ্য-প্রযুক্তি উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দিতে এবারও বরাদ্দ বেড়েছে এই খাতে।
২০১৭-১৮ অর্থ বছরের জন্য উত্থাপিত বাজেটে এই খাতে সব মিলিয়ে ১১ হাজার ৬৪১ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যা গতবছর ছিলো ৮ হাজার ৩০৬ কোটি টাকা। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকারের দুটো রূপকল্প বাস্তবায়নের লক্ষ্য মাথায় রেখে বাজেটে বরাদ্দ প্রস্তাব হয়েছে।
টেলিযোগাযোগ খাতে উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৫২২ কোটি টাকা। যা গত বছর ছিলো ২ হাজার ৯০৩ কোটি টাকা। চলতি বছরের বাজেটেও কম্পিউটার যন্ত্রাংশ শুল্কমুক্ত রাখা হয়েছে।