LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ শুক্রবার| ১৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

বিডিএস এর সহযোগিতায় গলাচিপার করুনা আজ স্বাবলম্বী।



বিশেষ প্রতিবেদক,মু.নজরুল ইসলাম Channel 4TV :
গ্রাম্য বধু নাসরিন জাহান করুনা(৪০)একজন সমাজ উন্নয়নকর্মী হিসেবে দায়িত্ব পালন করে স্বাবলম্বী হয়েছেন। কঠোর পরিশ্রম আর মেধা মানুষের ভাগ্যের চাকা ঘুড়িয়ে দিয়েছে এমনই একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার উত্তর পানপট্টি গ্রামের নাসরিন জাহান করুনা(৪০)। শ্রম ছাড়া জীবন স্বার্থক হয় না এরই প্রমান দিয়েছেন করুনা। বিডিএস এর সদস্য লাভ করে এ সংস্থার সহযোগিতায় করুনা মুরগীর খামারটি ছোট থেকে বড় খামারে উন্নতি করেন। তিনি একজন সফল নারী যা পটুয়াখালী জেলার মধ্যে মডেল হিসেবে খ্যাতিমান। এমন কোন দিন নেই তার খামারটি দেখতে নারী পুরুষ না আসে। একবার দেখলে অনেকে অভিভূত হয়ে যায় কিভাবে এতবড় খামার তৈরি করল। তিনি এলাকায় একজন মডেল হিসেবে খ্যাতি অর্জন করেছে। তার অনুকরণে এলাকায় অনেক নারী সফলতার মুখ দেখতে শুরু করেছে। উপজেলা প্রানিসম্পদ অফিস থেকে জানা গেছে, গলাচিপা উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নে তিন শত মুরগী খামার রয়েছে। এর মধ্যে বয়লার ২৭০টি, সোনালী ২০টি ও লেয়ার ১০টি প্রকল্প রয়েছে। তবে মাকসুদুল হাসান মুকুলের (৫০)স্ত্রী নাসরিন জাহান করুনার প্রকল্পটি উপজেলার মধ্যে সবচেয়ে বড়।
সূত্র জানায়, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে উত্তর পানপট্টি গ্রামের মাকসুদুল হাসান মুকুলের স্ত্রী নাসরিন জাহান করুনা ২০১১সালে প্রথমে মাত্র ১শতটি লেয়ার মুরগী নিয়ে তার খামার প্রকল্প শুরু করেন। তাতেই তিনি আশার আলো দেখতে পায়। করুনা ২০১৪ সালের ৮জুলাই গলাচিপা শাখার বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস)এর বনফুল মহিলা সমিতির সদস্য পদ লাভ করে। এর পর ২২জুলাই পনের হাজার টাকা ও ২০১৫ সালের ২০জানুয়ারী ৫০হাজার টাকা ঋণ গ্রহন করেন। ঋণের টাকা দিয়ে তার খামারে ২০১৪ সালে ৬শত মুরগী আর ২০১৫ সালে ২হাজার মুরগীতে উন্নীত করেন। ৩য় দফায় একই বছরে ১৬ জুলাই ১ লাখ টাকা পেয়ে খামারটিতে ৪ হাজার  মুরগী উত্তোলন করেন। ৪র্থ বারের মতো ২০১৬ সালের ১৭ এপ্রিল ২লাখ টাকা ও ৫ম বারের মতো ২০১৭ সালের ১০ এপ্রিল ৩ লাখ টাকা লোন নিয়ে খামার প্রকল্পটি সম্প্রসারন করেন। এছাড়া তার বৃহৎ আকারের একটি মাছের ঘের রয়েছে। লভ্যাংশ থেকে তিনি নিয়মিত লোনের কিস্তি পরিশোধ করেন।বর্তমানে তার খামারে লেয়ার জাতের সাদা মুরগী ৪ হাজার এবং ২ হাজার লাল মুরগী রয়েছে। দৈনিক গড়ে তিনি ৫হাজার ২শত থেকে ৫হাজার ৪শত ডিম পান। মুরগী পালনের জন্য উপযুক্ত পরিবেশে বড় ধরনের ৫টি ঘর রয়েছে। এ ছাড়াও খাবার, ডিম ও শ্রমিক থাকার জন্য আলাদা ২টি ঘর রয়েছে। মুরগীর পরিচর্যা করার জন্য স্থানীয় তিন জন শ্রমিক নিয়োজিত আছেন করুনার খামারে। শ্রমিকরা হলেন দেলোয়ার হোসেন, মিজানুর রহমান ও সবুজ মিয়া। পরিচর্যাকারী মো: দেলোয়ার হোসেন জানান, তিনজনকে আলাদা আলাদা বেতন দিচ্ছেন। খামারটিতে সুন্দর মতো পরিচর্যা করছি। রোগ বালাই যাতে না আসে সে ব্যাপারে মালিকসহ সবাই যত্নবান। এদিকে, নাসরিন জাহান করুনার মাছ এবং মুরগীর ডিম তার পরিবার আমিষ ও প্রোটিনের চাহিদা পূরনের পাশাপাশি স্থানীয় বাজার ,উপজেলা ও জেলায় রপ্তানি করে। যা দেশের আমিষের চাহিদা পূরণ করে থাকে । করুনার এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছে এমন কি ভালো বিদ্যাপীঠে পড়া শুনা করছে।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ইমরুল ইসলাম জানান, গলাচিপায় মুরগীর খামার গুলো আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। টেকনিক্যাল সাপোর্ট, পরামর্শ ও টিকা এ অধিদপ্তর থেকে দেয়া হয়ে থাকে।এতে দেশের প্রোটিনের চাহিদা পূরণ হয়। আবার আর্থিক ভাবে লাভবান হওয়া যায়।
বিডিএস গলাচিপা শাখার শাখা ম্যানেজার মো: মোস্তফা বিশ্বাস জানান, গলাচিপা উপজেলায় বিডিএস এর ৭০১ জন সদস্য রয়েছে।  সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম ভাগ্যের চাকা ঘুরিয়ে করুনা দম্পতিকে আজকের এ অবস্থানে নিয়ে এসেছে। এ উপজেলায় অনেক সদস্য ক্ষুদ্র  লোন নিয়ে  সফলতার মুখ দেখছেন।


1