গলাচিপায় দশমিনার দুই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন!
বিশেষ প্রতিবেদক,মু.নজরুল ইসলাম Channel 4TV : পটুয়াখালীর গলাচিপায় দশমিনা উপজেলার সাংবাদিক নিপুন চন্দ্র ও সঞ্জয় ব্যানার্জীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছে গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ। রবিবার সকাল ১০ টায় পৌরসভার শ্যামলীবাগের রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের সম্মুখে এ মানব বন্ধন করা হয়। গত ১৪ মে “দি এশিয়ান এজ” পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি নিপুন চন্দ্রের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা হয় এবং গত ১৬ মে তথ্য আইনের ৫৭ ধারায় সাংবাদিক নিপুন চন্দ্র ও “দৈনিক জনতা” পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জীর বিরুদ্ধে একটি মামলা হয়। এ নিয়ে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। মানব বন্ধন শেষে রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গলাচিপা উপজেলা প্রতিনিধি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ। সভাপতি তার বক্তব্যে বলেন, কোন স্বার্থান্বেষী মহল যদি এভাবে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলা করে তাহলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা ও সত্যের লেখনীর কলম একদিন থেমে যাবে। ক্ষতিগ্রস্ত হবে সমাজের নিরীহ, নিপীড়িত, নির্যাতিত, অসহায় বিবেকবান মানুষ। সভা পরিচালনা করেন দৈনিক কালের ছবির গলাচিপা উপজেলা প্রতিনিধি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল। উক্ত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. জিল্লুর রহমান (জুয়েল), আশিক মাহমুদ রুসেল, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. আজীম, দেবাশীষ সমদ্দার সোহাগ, রিপন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব দাস, সহ সাংগঠনিক সম্পাদক কমল সরকার, কোষাধ্যক্ষ মো. বাইজিদ শিকদার, দপ্তর সম্পাদক সাব্বির আহম্মেদ (ইমন), প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হাফিজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম মাহমুদ স্বপন, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. মাহবুব প্রমুখ।