গাংনীর পল্লীতে ডিস ব্যাবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ীতে হামলা ও আসবাবপত্র ভাঙ্গচুর
মেহেরপুর প্রতিনিধি Channel 4TV :
মেহেরপুর জেলার গাংনী উপজেলার নিত্যান্দপুর গ্রামের মৃত্য নিরাঞ্জন মন্ডল এর ছেলে অরুন মন্ডল ও চিতলা গ্রামের আব্দুল বারীর ছেলে আশরাফুল ইসলাম এর সাথে দীর্ঘ দিন যাবত ডিস ব্যাবসা করে আসছে । তাদের মাঝে ব্যাবসায়ী অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। অরুন মন্ডল সংখ্যালঘু হওয়া দীর্ঘ দিন যাবত হয়রানি করতে থাকে আশরাফুল ইসলাম।এই বিষয়ে সরজমিনে গিয়ে কথা বলে জানান যায় , মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারন সস্পাদক ওয়াসিম সাজ্জাদ (লিখন) জানাই অরুন মন্ডল ও আশরাফুল ইসলাম দীর্ঘ দিন যাবত ডিস ব্যাবসায়ী অংশীদারিত্ব ছিলো। অরুন কুমার মন্ডল তার ন্যায হিস্যা পাইবার জন্য বিভিন্ন মহলে ধরনা দেয়। যেমন ৮নং ধানখোলা ইউপি চেয়ারম্যান ,গাংনী উপজেলা নির্বাহী অফিসার ,অফিসার ইর্নচাজ গাংনী থানা, মাননীয় সংসদ সদস্য মকবুল হোসেন এর কাছে সুবিচার পাইবার জন্য আবেদন করেন। কিন্ত সংখ্যালঘু হওয়ায় বিধী বড় বাম। অরুন কুমার মন্ডল টাকার শোকে প্রায় পাগল গত শুক্রবার টাকা চাওয়াকে কেন্দ্র করে ২জনের মধ্যে মারামারি হয়। আশরাফুল ইসলাম ২জন কে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। গাংনী থানা পুলিশ বিকাস মন্ডল,অরুন মন্ডল
থানায় একটি মামলা দায়ের করেন। গাংনী থানা পুলিশ বিকাস মন্ডল, অরুন মন্ডল ,
গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে আজ রবিবার সন্ধার দিকে বিকাশ মন্ডল ও অরুন মন্ডল বাড়ীতে হামলা ও আসবাবপত্র ভাঙ্গচুর করে।
বিকাশ মন্ডলের স্ত্রী শান্তি মন্ডল জানান পৃর্বের ঘটনার জের ধরে চিতলা গ্রামের ছাত্তার ইসলামের ছেলে ,কাওসার,আরমান শেখের ছেলে জামান,ভিটুন এর ছেলে আরিফ এরা সবাই মিলে আমার বাড়ীতে হামলা চালায় ও আসবাবপত্র ভাঙ্গচুর করে। তিনি আরো জানান হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে আমাকে ও আমার মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জীবননাশের হুমকি দেয়।
গাংনীর ওসি আনোয়ার হোসেন জানান বিষয়টি শুনেছি অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।