গাইবান্ধা জেলায় প্রায় ৪০০০ জেলে এখন কর্মহীন ও বেকার
গাইবান্ধা জেলায় প্রায় ৪০০০ জেলে এখন কর্মহীন। নদ-নদী গুলোতে আগের মত পানি না থাকায় আগের মত এখন আর মাছ পাওয়ায় যায় না। তাই কর্মহীন হয়ে পড়েছে গাইবান্ধা জেলার প্রায় ৪০০০ জেলে। বছরের বেশি ভাগ সময় নদীতে পানি থাকায় মাছ না পাওয়ার কারণ বলে জানিয়েছেন তারা। এদিকে মাছ ধরতে না পারায় জীবন জীবিকা নিয়ে দিন কাটছে জেলে সম্প্রদায়ের। বিস্তৃন এলাকা জুরে চর আর নদীগুলোতে বছরের বেশি ভাগ সময় পানি না থাকায় কোথাও কোথাও পানি থাকলেও পাওয়া যায় না মাছ। ফলে ভাল নেই গাইবান্ধা জেলার জেলে সম্প্রদায়। অনাহার অর্ধাহারে কাটছে তাদের দিন।আবার কেউবা বদলে ফেলেছে পূর্ব পুরুশের পেশা। নদী শুকিয়ে যাওয়ায় জেলারা কর্মহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন গাইবান্ধা জেলার মৎস্য কর্মকর্তা। সরকারি ভাবে তাদের তালিকা করে সহায়তার কথা জানালেন তিনি। বছরের অধিকাংশ সময় নদীতে পানি না থাকায় যেমন গাইবান্ধা জেলার জেলেদের জীবন জীবিকা তেমনি বিরুপ প্রভাব পড়তে পারে পরিবেশের উপর। ¬¬