ক্ষোভে,ফুসছে, লালমোহনবাসী। তিথি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অব্যাহত।
এম.ইউ মাহিম চৌধুরী ভোলা জেলা প্রতিনিধি Channel 4TV : দক্ষিন বাংলার আলোচিত দ্বীপজেলা ভোলার লালমোহনের স্কুল শিক্ষকের আদরের কন্যা মেহেরুন নিসা তিথি মা,বাবার আদরের তানসু কে উচ্চাভিলাসী যৌতুকলোভী স্বামী কর্তৃক নির্মম, নিস্ঠুর,নির্দয়ভাবে এফ,জেড মটরসাইকেলের দাবীতে বিবাদে লিপ্ত হয়ে গত ০২/০৬/১৭ ইং তারিখে হত্যা করায় প্রধান আসামী রুবেল সহ সকল আসামীদের দৃস্টান্তমুলক শাস্তি ও সুস্ঠু বিচারের দাবীতে প্রতিদিনই মানববন্ধন পালন করছেন লালমোহনের বিভিন্ন,
সামাজিক সাংস্কৃতিক,সংগঠনসহ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ,ও সাধারন জনতা।সে ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার মানববন্ধন পালন করে প্রতিবাদ কর্মসুচী পালন করেন লালমোহন করিমুন্নেসা হাফিজ মহিলা কলেজের আয়োজনে শিক্ষক,শিক্ষিকা,কর্মকর্তা, কর্মচারী,
অভিবাবকও শিক্ষার্থীবৃন্দ সহ সর্বস্তরের সাধারন জনতা।
আজকের মানববন্ধনে অংশগ্রহনকৃত সকলে তিথি হত্যায় জড়িত প্রধান আসামী রুবেলের ফাসি দাবী করেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজটির শিক্ষক, শিক্ষিকা,
শিক্ষার্থী, কর্মকর্তা,
কর্মচারী,অভিবাবকবৃন্দ,ও অধ্যক্ষ আব্বাসউদ্দিন সহ, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম শাহজামাল দুলাল ও তিথির বাবা শিক্ষক কামাল হোসেন।
উল্লেখ্য দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেনের কন্যা,ও ফুলবাগিচা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাজিয়া বেগমের আদরের কন্যা (তিথি)কে লালমোহন বাজারের ব্যবসায়ী আজগর মিয়ার ছেলে রুবেল মটরসাইকলের দাবী নিয়ে বিবাদে তিথিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।হত্যার ৪ দিন পর প্রধান আসামী রুবেল ভোলা কোর্টে আত্নসমর্পন করেন।অন্যান্য আসামীরা পলাতক রয়েছে।