বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের জন্ম, ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর। লন্ডনের কিংস কলেজে, সরকার ও রাজনীতি বিভাগে করেছেন, স্নাতকোত্তর। ১৬ বছর বয়সে পান, লেবার পার্টির সদস্যপদ। ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি কাউন্সিলর এবং ২০১৫ সালে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের এমপি নির্বাচিত হন।
এবারের সাধারণ নির্বাচনে ৩৪ হাজার ৮৬৪ ভোট পেয়ে জয় পান, টিউলিপ সিদ্দিক। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, কে আর লুইস লেল্যান্ডের সাথে তার ভোটের ব্যবধান ১৩ হাজার।
বাংলাদেশী বংশোদ্ভূতো আরেক প্রার্থী রুশনারা আলি, ৪২ হাজার ৯৬৯ ভোট পেয়ে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের শার্লট শিরিকো পেয়েছেন, মাত্র ৭ হাজার ৫৭৬ ভোট।
লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে দ্বিতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভুত রুপা হক। লেবার দলের এই প্রার্থী ভোট পেয়েছেন, ৩৩ হাজার ৩৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থীর ভোট, ১৯ হাজার ২৩০ ভোট। ব্যবধান, ১৮ হাজার।
ব্রিটেনে নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি কন্যা
২০১৫'র ধারা অব্যাহত রেখে, এবারও যুক্তরাজ্যের নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ বাংলাদেশি বংশোদ্ভূত নারী রুপা হক ও রুশনারা আলি। জয়ী তিন বাংলাদেশি কন্যাকে অভিনন্দন জানিয়েছেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।