টঙ্গীতে বিকাশের টাকা ছিনতাই আটক এক, মহসড়ক অবরোধ
রবিউল ইসলাম,টঙ্গী Channel 4TV :
গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকায় গতকাল রোববার বিকাশের টাকা ছিনতাইকালে ইয়াছিনসহ কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি কাজী মনজুকে আটকের ঘাটনায় ছাত্রলীগের কর্মীরা মহসড়ক অবরোধ করেছে। এসময় যাত্রীরা দুভোগে পড়েছে।
জানা যায়, রোববার দুপুর প্রায় আড়াইটায় এক বিকাশ কর্মী কলেজগেট এলাকায় টাকা সংগ্রহ করে তাদের একটি মাইক্রবাসে উঠার সময় ২/৩জন ছিনতাইকারি বিকাশকর্মীর টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে মাইক্রবাসে অবস্থানরত আনসার কর্মীরা বাধা দেয়। এসময় আনসার কর্মীদের সক্ষে ছিনতাইকারিদের ধাওয়া পালটা ধাওয়া চলার সময় দুইজন আনসার সদস্য আহত হয়। ঘটনাটি টের পেয়ে পার্শবর্তী শিল্প পুলিশের ক্যাম্প থেকে কয়েকজন পুলিশ সদস্য বেরিয়ে আসে। তাদের সাথেও ছিনতাইকারিদের ধাওয়া পালটা ধাওয়া হয়। এসময় কয়েকজন ছিনতাইকারি পালিয়ে যায়। শিল্প পুলিশ ছিনতাইকারি ইয়াছিন ও কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি কাজী মনজুরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এ খবর কলেজ ক্যাম্পাসে পৌছা মাত্র কলেজ শাখার ছাত্রলীগের কর্মীরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে উর্ধতনের কর্তীপক্ষের অনুরোধে ছাত্রলীগের কর্মীরা বিকাল তিনটায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এব্যপারে শিল্প পুলিশের ইনচার্জ আবু রায়হান জানান, ঘটনার সময় বিকাশ কর্মীদের তথ্যে ছিনতাইকারি ইয়াছিনকে আটক করা হয় এবং এ ঘটনায় ঘটনাস্থল থেকে মনজুরকেও আটক করা হয়। পরে ঘটনার তদন্তে জানা যায় কাজী মনজুর এ ঘটনার সক্ষে জরিত নয়। নিছক একটি ভুল বোঝাবুঝির ব্যপার। তাই আমরা তাকে ছেড়ে দিয়েছি এবং ছিনতাইকারি ইয়াছিন আটক রয়েছে।