শ্রীপুরে রাস্তার উপর গজারীগাছ ও বিদ্যুতের খুঁটি রেখেই পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন
টি.আই সানি,গাজীপুর Channel 4TV :
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ও রাজাবাড়ী ইউনিয়নের মধ্যে যোগাযোগ সৃষ্টিকারী প্রায় ৮কিলোমিটার দীর্ঘ একটি মাত্র সড়ক, যা খিলপাড়া গহীন গজারিবনের ভেতর দিয়ে গাজীপুর জেলাসদর ও কাপাসিয়া উপজেলার সাথে সংযোগ স্থাপন করেছে। সড়কটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় বিশ্বব্যাংক একটি প্রকল্পের মাধ্যমে ১০কোটি টাকা ব্যয় নির্ধারণ করে এর কার্যাদেশ দেয় দেশের নাম করা ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিংকে। কিন্তু, কর্তৃপক্ষ দায় সাড়াভাবে সড়কের উপর বিদ্যমান গজারীগাছ ও বৈদ্যুতিক খুঁটি রেখেই বিটুমিন (পিচ) ঢালাই করে সড়কটির অর্ধেক কাজ সম্পন্ন করেছে। সড়কের উপর থেকে ১৪০টি গজারী গাছ ও ৩৬টি বিদ্যুতের খুঁটি অপসারণ ছাড়া কাজ করায় চরম ক্ষুব্ধ এলাকাবাসী সংশ্লিষ্ট ঠিকাদারের খামখেয়ালীপনাকেই দায়ী করছেন।
খিলপাড়া গ্রামের মাইন উদ্দিন ফকিরের ছেলে হযরত আলী ফকির বলেন, রাস্তাটির মধ্যে ৭০/৮০টি গজারীগাছ ও ২০টি বিদ্যুতের খুঁটি রেখেই পিচ ঢালাইয়ের কাজ দেখে আমরা এলাকাবাসীরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু তারা আমাদের কথায় কোন কর্নপাত না করেই কাজ চালিয়ে যাচ্ছে। এই সড়কের উপর গাছ ও বিদ্যুতের খুঁটি অপসাারণ না করলে যানবাহন চলাচল বাধাগ্রস্থ হবে।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী মো. সুজা উদ্দিন বলেন, এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বিশ্ব ব্যাংক। চলতি অর্থবছরে কাজ শেষের নির্দেশ থাকলেও আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। এছাড়াও রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটি, গাছপালা অপসারনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় রাস্তার কাজ করে যাওয়া হচ্ছে। অনুমোদন পাওয়ার পরই গাছ-খুটি সরানো হবে। পরে ওই স্থানগুলো ঠিক করে দেয়া হবে। এতে রাস্তার মানের কোন পরিবর্তন হবে না বলেন তিনি।
শ্রীপুর উপজেলা বন কর্মকর্তা (রেঞ্জার) মোজাম্মেল হক বলেন, ওই সড়কের শ্রীপুর বন বিভাগের ও ব্যক্তি মালিকানাধীন ১৪০টির মত গজারি গাছ রয়েছে। মাস খানেক আগে গাছ সরানোর জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। ক্লিয়ারেন্স পাওয়ার পর তা সরানো হবে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ শ্রীপুর জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, প্রায় দেড় মাস আগে শ্রীপুর উপজেলা (স্থানীয় সরকার) প্রকৌশলী বিভাগ থেকে ওই খুটি সরানো আবেদন করা হয়। এজন্য ’ডিমান্ডনোট’ তৈরি করার পর দুইদিন আগে তাতে স্বাক্ষর করা হয়েছে। যা উপজেলা প্রকৌশল অফিসে পাঠানো হবে। পরে ভালুকা পল্লী বিদ্যুত অফিস অনুমোদনের পর ঠিকাদার নিয়োগের মাধ্যমে তা সরানো হবে।
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সরকার সাংবাদিকদের বলেন, গোসিঙ্গার সাথে জেলা সদরের সাথে সরাসরি যোগাযোগ রক্ষায় এ সড়কটির গুরুত্বপুর্ণ। পিচ ঢালাইয়ের পূর্বে সড়ক থেকে গজারীগাছ ও বিদ্যুতের খুঁটি অপসারন করে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ শুরু করা দরকার ছিল।
এব্যাপারে ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল কাদির বলেন, ৯ মে-২০১৬ থেকে ৮ মে-২০১৭ মেয়াদের প্রকল্পটির সময় এবছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার মেয়াদ এবছরের ৩১জুলাই পর্যন্ত বেধে দেয়। বনবিভাগ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে একাধিক বার যোগাযোগ করেও তারা সড়ক থেকে রিজার্ভ ফরেস্টের ১৪০টি গাছ ও বিদ্যুতের ৩৬টি খুটি অপসারণ করেননি। এদিকে বিশ্বব্যাংকের চাহিদামত জনগনকে দ্রুত সময়ে সড়ক ব্যবহারের সুযোগ করে দিতেই গাছ ও বিদ্যুতের খুটি অপসারণ ছাড়াই কাজ শুরু করতে হয়েছে।