মোবাইল টাওয়ার তৈরিতে বাঁশের ব্যবহার
এবার মোবাইল টাওয়ার তৈরি করা হলো বাঁশ দিয়ে। নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা মালয়েশিয়ান প্রতিষ্ঠান ইডটকো ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) যৌথ গবেষণায় বাঁশ দিয়ে মোবাইল টাওয়ার তৈরির সিদ্ধান্তটি নেয়।
বাঁশের তৈরি মোবাইল টাওয়ারের মতো উদ্ভাবনী সিদ্ধান্তের কথা জানাতে আজ রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বলা হয়, নবায়নযোগ্য উপাদান হিসেবে বাঁশ মোবাইলটাওয়ার তৈরিতে রাখতে পারে গুরুত্বপূর্ণ অবদান। এ ছাড়া বাংলাদেশে বাঁশ সহজলভ্য বলেও এই খাতে দারুণ সম্ভাবনা আছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। তিনি জানান, বাঁশের তৈরি মোবাইল টাওয়ার যদি সফলতা লাভ করে, তাহলে দেশীয় প্রযুক্তি হিসেবে এই খাতে প্রণোদনা দেয়া হবে।
বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ ইশতিয়াক আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘প্রযুক্তিগত উন্নতিতে অবদান রাখতে বাংলাদেশের পরিবেশের সঙ্গে বাঁশের ব্যবহার সামঞ্জস্যপূর্ণ।’
তিনি জানান, যথাযথ পদ্ধতিতে তৈরি করলে একটি বাঁশের টাওয়ার বানাতে সময় লাগে ১২ দিন এবং এই টাওয়ার ২১০ কিলোমিটার বেগে আসা বাতাসেও টিকে থাকতে সক্ষম।
জানা গেছে, পরীক্ষামূলকভাবে বাঁশের তৈরি একটি টাওয়ার উত্তরায় স্থাপন করা হয়েছে। টাওয়ারটি একসঙ্গে আটটি অ্যান্টেনার ভার নিতে পারবে এবং আটটি অ্যান্টেনা একসঙ্গে কাজ করবে।