প্রাইভেট প্র্যাকটিস বন্ধ ডাক্তারদের নিরাপত্তার দাবিতে
নিরাপত্তার দাবিতে চিকিৎসকরা আজ সকাল থেকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন। যা চলবে কাল ভোর ৬টা পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ।
তবে ক্লিনিক ও বেসরকারি হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হবে। দাবি মানা না হলে ঈদের পর কঠোর আন্দোলনে হুঁশিয়ারিও দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। গত ১৮ মে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হলে হাসপাতাল ভাঙচুর করে শিক্ষার্থীরা। পরে ১১ জুন এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ৭৩ জন চিকিৎসক সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এর আগে ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত কর্মক্ষেত্রে কালোব্যাজ ধারণ করেন চিকিৎসকরা।