অর্থ শক্তি মুল নয় - ইচ্ছা শক্তি তার চেয়ে অনেক বড়
আল-আমীন,সিনিয়র স্টাফ রিপোর্টার : মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা পাটবীজ খামারের মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।আজ রোববার মসজিদের আনুষ্ঠানিকভাবে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়।
চিৎলা পাটবীজ খামার বাসিন্দারা জানান,১৯৫৫ ইং সালে প্রতিষ্ঠিত এ খামারে যুগ্ন পরিচালক হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন-জন দায়িত্ব পালন করে আসছেন। সে সময় থেকে প্রত্যেক যুগ্নপরিচালক পাটবীজ খামারে যোগদানের পর কেউ নিজের উন্নয়ন কেউ বা খামারের উন্নয়ন করেছেন। কিন্তু খামারের ভিতরেই স্থাপিত হওয়ার পর প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানটির কেউ খোঁজ নেননি। এ বছরের শুরুতেই খামারের (ভারপ্রাপ্ত) যুগ্ন পরিচালক হিসেবে যোগদানকারী দেলোয়ার হোসেনের নজরে পড়ে মসজিদটি এই করুন দর্শা । শুরু হয় মসজিদটির পুর্ন নির্মানের পরিকল্পনা করেন । ্এই মসজিদটির পুর্ন নির্মানের সার্বিক ভাবে সহযোগিতা করেন।চিৎলা পাট বীজ খামারের কর্মরত উপ-সহকারী পরিচালক এমদাদ,উপ-সহকারী পরিচালক বাতেন-এর সাথে পরিত্যক্ত মসজিদ নির্মাণের পরিকল্পনা। শেষে বিএডিসির বিভিন্ন খামারের কর্মকর্তা- কর্মচারীদের কাছে থেকে সার্বিক সহযোগিতা পান । গত কয়েক মাসের পরিশ্রমের সফল হিসেবে রোববার মসজিদটির ঢালাই কাজ শেষ করেন। এবং মসজিদটি মাস খানেককের মধ্যে নামাজ পড়ার উপযোগি হবে বলে জানান,যুগ্ন পরিচালক দেলোয়ার হোসেন।
চিৎলা পাট বীজ খামারের কর্মরত শ্রমিক আবু হোসেন জানান দীর্ঘ দিন মসজিদটির অবস্থায় খুব খারাপ ছিলো বর্তমান স্যার খুব ভালো একটি কাজ করিলেন।গাংনী পৌরসভা সাবেক প্যানেল মেয়র মিজানুর রহমান(মদন) জানান একজন অফির্সার চেষ্টা করিলে পারেন তা বর্তমান স্যার দেখিয়ে দিলেন।