স্বপ্নের সেই মায়াবিনী (লুবনা জেরিন সীমা)
স্বপ্নের সেই মায়াবিনী লুবনা জেরিন সীমা সাজ সকালে মায়াবিনীর কাঁকন বাজে রিনিকঝিনিক, টুকটুকে কোন মেঘের পাড়ে ফুটফুটে তার মুখ ভাসে। ডাগর কালো চোখের পাতায় সাজ সকালে ঢেউয়ের দোলায় নাবিক পায়না তীরের খোঁজ। সাগর জলে জ্বালিয়ে শিখা, নীল নহরের স্বপন দেখা চৈতি চাঁদের সচ্ছ জলে কোলাহলের মুক্তা প্রদীপ জ্বলছে ঐ। ফাঁপা ঢেউয়ের চাপা কাঁদন শুনছে কেউ বুকের কাঁপন। চোখের ধাঁধায় ঝড়ের ফাঁকে মনের মাঝে প্রিয়ার মাতন। হাতটি ধরে বুকের মাঝে টেনে নিয়ে সারা রাতি রইলো চেয়ে নবীন খুশির জোয়ারে।