কেনিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১২৮ রান যোগ করেন দু ওপেনার আজহার আলি ও ফখর আজম। কোন আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে যা সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। আজহার ১২তম হাফ সেঞ্চুরিতে ৫৯ এ রান আউট হলেও ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পান ফখর আজম। ১১৪ রানে হারদিক পান্ডিয়ার শিকার হন তিনি।
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান
ইতিহাস গড়ে প্রথম বারের মত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে নিলো পাকিস্তান। ফখর জামানের সেঞ্চুরি আর আমের, হাসানদের বোলিং তান্ডবে ভারতকে ১৮০ রানে হারিয়েছে শরফরাজ আহমেদের দল।