মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনায় মামলা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিবের গাড়ি বহরে হামলার ঘটনার ৪ দিন পর, আদালতে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে চট্টগ্রামের অতিরিক্ত চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে এ অভিযোগ দায়ের করেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক। এতে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনের নামে অভিযোগ দেয়া হয়। শুনানী শেষে আদালত পরবর্তীতে নির্দেশ দেয়ার কথা জানান। পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিতে যাবার সময়, গেল রোববার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতাদের গাড়ি বহরে ওই হামলা হয়। এতে মির্জা ফখরুলসহ আহত হন, দলের সিনিয়র কয়েকজন নেতা। ফলে, তাদের রাঙ্গামাটি যাত্রা বাতিল হয়।