মাদক নিয়ন্ত্রনে অপারেশন, মোটিভেশন দুটোই গুরুত্বপূর্ণ এসএম জাহাঙ্গীর আলম সরকার, পুলিশ সুপার, ফেনী।
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম)Channel 4TV : মাদক সমাজের পুরো কাঠামোকে ধ্বংস করে দিতে পারে। মাদকের কারণেই চুরি,ডাকাতি,ধর্ষণ সহ অন্য অপরাধগুলোও সংগঠিত হয়। তাই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের ক্ষেত্রে সর্বাগ্রে প্রধান্য পাবে মাদক নিয়ন্ত্রন। যদি পুলিশের ভেতরে ও কেউ মাদক পাচার, ব্যবসা ও সেবনের সাথে জড়িত থাকে তাহলে তাকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। শষ্যের ভেতরে ভূত থাকলে তা তাড়াতেও কাজ করছি আমরা। মাদক তৈরী, সেবন ও বিক্রয় এটি একটি সামাজিক ব্যাধি। শুধু মাত্র আইনের প্রয়োগ করে মাদকের ব্যবহার রোধ করা যাবে না। এর জন্য প্রয়োজন মোটিভেশন কার্যক্রম। কিশোর, যুবক থেকে শুরু করে সর্ব বয়সের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজ থেকে এ ব্যাধী দূর করা যেতে পারে। নানা প্রচারণায় এর কুফলসমূহ উপস্থাপন করে এর প্রতি সর্বস্তরের জনসাধারনের ঘৃনার মানসিকতা তৈরী করতে হবে। এক্ষেত্রে অভিভাবকদেরকে আসক্ত ব্যক্তিদের প্রতি সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে মাদকের সাথে জড়িতদের ব্যপারে আইনশৃখলা বাহিনীকে অবহিত করে তাদেরকে আইনের আওতায় এনে সংশোধনের চেষ্টা করা যেতে পারে। ইতিমধ্যে মাদক বিরোধী কাূযক্রমের অংশ হিসেবে দৃশ্যমান নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। এসব কর্মসূচী বাস্তবায়ন হলে ক্রমেই মাদকের সাথে জড়িতদের সংখ্যা কমতে পারে।