ঈদ উপহার বিতরণকালে ফরিদ মাহমুদ “এদেশের প্রতিটি অর্জনে মুখ্য ভূমিকা ছিল আওয়ামীলীগের”
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম ব্যুরো) Channel 4TV : বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ বলেন, এদেশের প্রতিটি অর্জনে মুখ্য ভূমিকা ছিল আাওয়ামীলীগের। রাষ্ট্র ভাষা বাংলা, হাজার বছরের কাঙ্খিত স্বাধীনতা, রাষ্ট্র পরিচালনায় সংবিধান রচনা, সামরিক সরকার ও স্বৈরতন্ত্রের উৎখাত, ভোট-ভাতের অধিকার, গণতন্ত্র পুনঃরুদ্ধার সবকিছুর নেতৃত্ব দিয়েছে আওয়ামীলীগ। একটি অবাধ নির্বাচনের ব্যবস্থাও করেছিল আওয়ামীলীগ। কিন্তু সেই ব্যবস্থার ফাঁক ফোঁকড় ব্যবহার করে একটি পক্ষ কুলষিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনার ভীত্তিতে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ বারে বারে বাধাগ্রস্থ হয়েছে ডানপন্থি মতবাদের অশুভ সমঝোতার মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সকল অশুভ শক্তি মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রপন্থা আজ লাগবের পথে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি হত্যা-ক্যু-অপরাজনীতির পথ বন্ধ হয়ে সঠিক গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। উপরোক্ত কথাগুলো ফরিদ মাহমুদ ১২নং সরাইপাড়া ওয়ার্ডে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেছেন। সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: ছাবের আহমেদ সওদাগরের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা, যুবনেতা রাশেদ চৌধুরী’র পরিচাণায় এসময় সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফারহানা জাবেদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, আওয়ামীলীগ নেতা মো: জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, আওয়ামীলীগ নেতা হাবিব উল্লাহ ভাস্কর, মো: সাইফুল ইসলাম, মহানগর যুবলীগ নেতা এম.এ. হাশেম আফগানি বাবু, জহির উদ্দিন সুমন, নগর ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, ডাঃ আবদুল মান্নান, মোস্তফা কামাল, মো: জাবেদ, আনিসুর রহমান মামুন, মো: রফিক, মো: ফয়েজ খান, যুব মহিলা লীগ সদস্য সচিব শাহীন আক্তার রাণী, টিটু তালুকদার, মো: বেলাল, মো: আরিফ প্রমুখ। সভাশেষে দেশ, জাতি, সরকারের মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়। সভাশেষে আগত নারী ও পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি তুলে দেন প্রধান অতিথি ফরিদ মাহমুদ, কাউন্সিলর মো: ছাবের আহমেদ সওদাগর, ফারহানা জাবেদ সহ অন্যান্য নেতবৃন্দ।