মওদুদের বাস করা সেই বাড়ি ভেঙে ফেলা হচ্ছে
গুলশান অ্যাভিনিউয়ের যে বাড়িতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বাস করতেন, তা ভেঙে ফেলা হচ্ছে। এর আগে চলতি মাসের সাত তারিখে বাড়িটি থেকে তাকে সপরিবারে উচ্ছেদ করা হয়।
রোববার সকাল নয়টার দিকে রাজউক কর্তৃপক্ষ বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করে। এ সময় বাড়িটি নিয়ে নতুন করে ভাবার কোনো সুযোগ আছে কিনা, সংবাদ মাধ্যমের পক্ষ থেকে রাজউককে এ ধরনের প্রশ্ন করা হয়। উত্তরে রাজউক জানায়, তারা এটা নিয়ে আর কিছু জানে না।
এর আগে, এই বাড়ি নিয়ে দীর্ঘ আইনী লড়াই করেন মওদুদ আহমেদ। কিন্তু আইনী লড়াইয়ে হেরে যান তিনি। পরে এই বাড়ি থেকে তার সব মালামাল সরিয়ে ফেলা হয়।
বাড়িটি ভাঙার কারণ কী— এ বিষয়ে রাজউক বলছে, বাড়িটি তৈরি করা হয়েছিলো অনুমোদনহীন নকশায়। এ কারণেই মূলত এটি ভেঙে ফেলা হচ্ছে।