শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে সন্ধ্যায় : আবহাওয়া অধিদপ্তর
রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে সাড়ে ৭টার মধ্যে বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে সাড়ে ৭টার মধ্যে দেশের আকাশে চাঁদ দেখা যেতে পারে। খালি চোখেই তা দেখা যাবে।
তিনি জানান, এদিন চাঁদের বয়স থাকবে ১ দশমিক ৪৩ থেকে ১ দশমিক ৪৬ দিন। চাঁদের অবস্থান (অ্যাজিম্যাথ) থাকবে ২৮৫ থেকে ২৮৬ ডিগ্রিতে।
সোমবার সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শাহীনুল ইসলাম জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থান করায় সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।