শুরু হলো ধামরাই রথযাত্রা উৎসব
আব্দুস সাত্তার, সাভার Channel 4TV : উলু উলু আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে ধামরাইয়ে দেশের সর্ববৃহৎ শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলার উদ্বোধন হয়েছে। রবিবার(২৫ জুন)বিকেল সাড়ে ৫টায় মাধব মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে প্রদীপ জ্বালিয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। পরে সারথী অসিতবরণ গোস্বামীর হাতে প্রতীকী রশি এবং ভক্তরা পাটের রশি ধরে টেনে শ্রী শ্রী যশোমাধবকে তার কথিত শ্বশুরালয় যাত্রাবাড়ী মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এ সময় হাজার হাজার নারী-পুরুষ চিনি-কলা ছিটিয়ে যশোমাধবের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করবেন।রথটি সেখানে নয় দিন অবস্থানের পর মাধব ও অন্য বিগ্রহগুলো রথ থেকে নামিয়ে নয় দিন পূজা করা হবে কথিত মাধবের শ্বশুরবাড়ি যাত্রাবাড়ী মন্দিরে। আগামী ৩ জুলাই ফের হবে অনুষ্ঠিত হবে উল্টো রথ টান হওয়ার কথা রয়েছে। তবে রথের এই মেলা চলবে মাসব্যাপী। রথমেলা সফল করতে রথ পরিচালনা কমিটির পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।এছাড়াও পুরো এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা মেলায় নজরদারি রাখবেন বলে অবহিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিজাউল হক। এ ছাড়া র্্যাব৪ এর নবীনগর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল হাকিম জানান, রথযাত্রাকে কেন্দ্র করে ধামরাইয়ের র্যা্বের বাড়তি টহল ও নজরদারি করা হচ্ছে হচ্ছে। যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।