সতর্ক বাংলাদেশ বিশ্বজুড়ে আবারও ভয়াবহ সাইবার হামলা,
বিশ্বজুড়ে আবারও ভয়াবহ সাইবার হামলায় আক্রান্ত হয়েছে কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থা। ‘পেটায়া’ নামের নতুন এই ম্যালওয়্যারটি ইউক্রেন, রাশিয়া ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর স্বাস্থ্য এবং নিরাপত্তা খাতে হামলা চালিয়ে যাচ্ছে। সাইবার হামলা প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
‘পেটায়া’ নামের নতুন সাইবার হামলার শিকার হয়েছে ইউরোপের দেশগুলো। সাইবার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন।
ইউক্রেনের বিদ্যুৎ, ব্যাংক ও সরকারি দফতরের কম্পিউটার আক্রান্ত। কিয়েভের বরিসপিল এয়ারপোর্ট এর উড্ডয়ন বাধাগ্রস্ত হয়েছে ‘পেটায়া’ র্যানসামওয়্যার ভাইরাসে। হামলায় কম্পিউটারের সব ডাটা ফিরে পেতে নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করা হয় বিট কয়েনে পরিশোধের জন্য।
রাশিয়ার রসনেফ তেল কোম্পানি, ডেনমার্কের শিপিং জায়েন্ট এপি মলার-মায়েরস্কও সাইবার হামলার শিকার হয়েছে।
ইইউভুক্ত পোল্যান্ড, ইটালি, জার্মানি, যুক্তরাজ্য এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও নতুন সাইবার হামলা চিহ্নিত করেছে ক্যাসপারেস্কি। ১৮ই জুন ‘পেটায়া’ ভাইরাসটি প্রথম লক্ষ্য করে ক্যাসপারস্কি।
দু’মাস আগে ‘ওয়ানা ক্রাই’ নামে সাইবার হামলার পর ‘পেটায়া’ সাইবার হামলাও রোগীদের স্বাস্থ্যগত তথ্যভাণ্ডারকে লক্ষ্য করায় স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে।
সাইবার হামলা প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।