আশুলিয়ায় বাস-মিনিবাস জব্দ ও চালক- হেলপারকে কারাদন্ড; ভ্রাম্যমান আদালত
আব্দুস সাত্তার, Channel 4TV : আশুলিয়ার নবীনগরে ফিটনেসবিহীন বাস মিনিবাসসহ ৭টি যানবাহন আটক করেছে বিআরটিএ এর ভ্রাম্যমান আদালত। এসময় লাইন্সেস ও কাজের বাঁধা সৃষ্টি করার অভিযোগে দুই চালক ও এক হেলপারক ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।
আটকৃত চালক-পরিমল (৩৪), সাইদুর রহমান (৩২) ও হেলপার রানা(২৫)।
বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার নবীনগরে বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার নেতৃত্ত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার জানান, বাস মিনিবাসের ফিটনেস ও চালকদের কোন বৈধ লাইন্সেস না থাকার অভিযোগে দুই চালক ও এক হেলাপারকে কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি ৭ টি যানবাহন জব্দ করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তবে বাকি যাবাহনের চালক ও হেলপার পালিয়ে যায়।