পাশ হলো নতুন বাজেট
আগামী অর্থ বছরের জন্য নতুন বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে। বাজেট নিয়ে দীর্ঘ ৫৫ ঘণ্টা আলোচনার পর আজ পাশ হলো নতুন বাজেট। এটি ছিলো অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের টানা নবম বাজেট পেশ।
আজ সকাল ১০টায় বাজেট পাশ করার লক্ষ্য নিয়ে শুরু হয় সংসদ অধিবেশন। এই অধিবেশনেই আগামী অর্থ বছরের জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পাশ করা হয়। পহেলা জুলাই, শনিবার থেকে নতুন অর্থ বছরের বাজেট কার্যকর হবে।
এর আগে জুন মাসের এক তারিখে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আকারের বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি দেশের হয়ে সবচেয়ে বেশিবার বাজেট পেশ করার রেকর্ড গড়েন। এবার নিয়ে মোট ১৭বার বাজেট পেশ করেছেন তিনি।
এবারের বাজেটে আয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৮৭ হাজার ৯৯০ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি আয় আসার কথা জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে।
এবারের বাজেটে সবচেয়ে সমালোচিত বিষয় ছিলো নতুন ভ্যাট আইন এবং ব্যাংক জামানতে আবগারি শুল্ক আরোপের বিষয়টি। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ভ্যাট আইন আপাতত স্থগিত থাকছে। আর আবগারি শুল্কও ধরা হচ্ছে কমিয়ে। তারপরও এ দুটি ব্যাপার নিয়ে সমালোচনা চলছেই।
মুহিত নতুন বছরের বাজেটকে বাংলাদেশের ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ বাজেট’ বলে আখ্যায়িত করেছেন। অন্য দিকে বিরোধী দল এবারের বাজেটকে জনগণের উপর করের বোঝা চাপিয়ে দেয়ার বাজেট বলে সমালোচনা করছে।