ধামরাইয়ের রথমেলা স্থানীয় রাজনৈতিক দলাদলির বলী
ঢাকার ধামরাই উপজেলায় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রাকে কেন্দ্র করে রথমেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এজন্য জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হলেও মন্দির কমিটি বলেছে, তারা স্থানীয় রাজনৈতিক দলাদলির বলী হয়েছেন।
তারা প্রশ্ন তুলেছেন, জঙ্গি হামলার আশঙ্কা থাকলে পুলিশি নিরাপত্তা কোথায়? মেলার দোকানপাট বন্ধ থাকার সময় তছনছ হওয়ার ঘটনাতেও উদ্বিগ্ন তারা।
এ বিষয়ে স্থানীয় পুলিশ কোন মন্তব্য করতে রাজি হয়নি।
ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের উল্টোরথযাত্রা উৎসব হওয়ার কথা সোমবার। এ উপলক্ষে সেখানে স্থায়ী দোকানপাটের পাশাপাশি মেলার সাজে অস্থায়ী অনেক দোকানও বসে। কিন্তু শনিবার মাইকিং করে জঙ্গি হামলার আশঙ্কায় ৪৮ ঘণ্টা সব দোকান বন্ধ রাখতে বলে পুলিশ। জানানো হয়, রোববার সকাল ৭টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ধামরাই বাজারের স্থায়ী এবং মেলা উপলক্ষে বসা অস্থায়ী সব দোকান বন্ধ রাখতে হবে।
স্থানীয় মন্দির কমিটি বলেছে, তাদের প্রতি অন্যায় করা হয়েছে। আর ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেছেন, এটা তাদের প্রতি সরাসরি আঘাত।
পুরো ঘটনার জন্য মেয়র ও সংসদ সদস্যের বিরোধকে দায়ী করছেন স্থানীয়রা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ধামরাই পৌরসভার মেয়র।
স্থানীয় হিন্দু ব্যবসায়ীরা বলেছেন, কয়েক বছর ধরেই রথযাত্রা উপলক্ষে বসা মেলার কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে নিতে স্থানীয় রাজনৈতিক নেতারা উঠে পড়ে লেগেছেন।