এই নাটকের পরিচালক-প্রযোজক সরকার: রিজভী
লেখক, কলামিস্ট ফরহাদ মজহারকে নিয়ে যে নাটক তৈরি করা হয়েছে তার পরিচালক এবং প্রযোজক সরকার নিজে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণের কর্মী সভায় তিনি এমন মন্তব্য করেন।
রিজভী বলেন, কোরবানি ঈদের জন্য সরকার নাটক সিনেমা তৈরি করছে যার পরিচালক প্রযোজক সরকার নিজেই। তারই অংশ হিসেবে ফরহাদ মজহারকে অপহরণ করার পর যখন দেখেছে দেশের মানুষ জেগে উঠছে তখনই আবার ছেড়ে দিয়েছে।
ফরহাদ মজহারকে হেনস্থা করা নিয়ে তিনি বলেন, এটি কিছু নয়, এটি একটি ম্যাসেজ। বিএনপিকে ধ্বংস করার একটি পরিকল্পনা। যারা বিএনপিকে নিয়ে কথা বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে তাদেরকে হুঁশিয়ারি করছে সরকার। কেউ যদি এমন কর তোমাদের অবস্থাও ফরহাদ মজহারের মত হবে।
রিজভী আরো বলেন, এসব করে সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়।
এসময় তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না। বিএনপি নির্বাচনে যাবে তবে সে নির্বাচন শেখ হাসিনার অধীনের নির্বাচনে নয় সহায়ক সরকারের অধীনে।