পরমাণু শক্তির ব্যবহারে জ্বালানির চাহিদা পূরণ হতে পারে’
পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বাড়তি জ্বালানির চাহিদা পূরণ করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে বিশেষ সমাবর্তনে একথা বলেন তিনি।
ঢাকা সফররত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক ইউকিয়ো আমানোকে সম্মানসূচক ড্ক্টর অব ল'জ ডিগ্রী প্রদান করতেই এবারের বিশেষ সমাবর্তনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে ইউকিয়ো আমানোর হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এসময়, বক্তব্যে আইএইএ মহাপরিচালক বলেন- পরমাণু বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। উন্নয়ন তরান্বিত করতে এখন গোটা বিশ্বেই পরমাণু শক্তির ব্যবহার জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশও এই পথে এগিয়ে সফলভাবেই এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন- বাংলাদেশে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্প্রসারণে আইএইএ এর সহযোগিতা অপরিহার্য।