ডিসেম্বরেই উৎক্ষেপণ হচ্ছে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’
আসছে ডিসেম্বরেই উৎক্ষেপণ হচ্ছে দীর্ঘকাঙ্খিত ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ আর আগামী মার্চেই বাণিজ্যিকভাবে এ স্যাটেলাইটের ব্যবহার শুরু হবে— বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সোমবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এরইমধ্যে স্যাটেলাইটের সব কাজ শেষ হয়েছে। পরীক্ষা-নীরিক্ষা শেষে ডিসেম্বরের যেকোনো দিন উৎক্ষেপণ করা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্পেসএক্স ও ফ্যালকন ৯ উৎক্ষেপণ যান ব্যবহার করে ফ্লোরিডার লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হবে এটি।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।
২০১৫ সালের ২১ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণে ‘স্যাটেলাইট সিস্টেম’ কেনার প্রস্তাবে অনুমোদন দেয়।