শ্রীপুরে সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতি ব্যবসায়ীকে কুপিয়ে জখম
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি Channel 4TV :
গাজীপুরের শ্রীপুরে সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে ইটাবালু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। গত ৫ জুলাই বুধবার রাতে উপজেলার গোসিংগা ইউনিয়নের শ্রীপুর-কাপাসিয়া সড়কের বাউনী এলাকায় রশি দিয়ে সড়ক ব্যারিকেড দিয়ে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের রমিজ উদ্দিনের পুত্র ইটাবালু ব্যবসায়ী হাবিবুল্লাহ (২৫) মোটর সাইকেলে করে বাড়ীতে যাওয়ার সময় ডাকাতরা রশি টেনে ফেলে দিয়ে ধারালো দা দিয়ে তাকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া দিলে ডাকাতরা শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ রোডে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ যে, ঈদ-উল ফিতরের দিন ভোরবেলা শ্রীপুর বাজারের কাপড় ব্যবসায়ী সোহেল ঈদ উপলক্ষ্যে সারারাত বাজারে ব্যবসা করে মোটর সাইকেলে করে বাড়ী যাওয়ার সময় শ্রীপুর-গোসিংগা সড়কের পটকা এলাকায় একই কায়দায় ডাকাতরা রাস্তায় রশি দিয়ে ব্যারিকেড তৈরি করে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে মোটর সাইকেল নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কাপড় ব্যবসায়ী সোহেল মারা যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলেও হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। স্থানীয় ওয়ার্ড মেম্বার হুমায়ুন কবির জানান, কয়েকদিনের ব্যবধানে একাধিকবার ডাকাতির ঘটনায় এলাকার লোকজন আতংকে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন জানান, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ আহত ব্যবসায়ীর খোঁজখবর নেয়া হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ করলে মামলা নেয়া হবে।