১৪৪৭ জন আনসার সদস্যকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ
বিগতে আনসার বিদ্রোহের ঘটনায় চাকুরিচ্যুত ১৪৪৭ জন সদস্যকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার এ বিষয়ে চাকুরিচ্যুতদের করা আলাদা কয়েকটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দিয়েছে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।
রিটকারীদের আইনজীবী সৈয়দ জাহাঙ্গীর হোসেন জানান, যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে অথবা যারা চাকরি করতে অক্ষম তাদেরকে পেনশন সুবিধা দিতে বলা হয়েছে।
উল্লেখ, ১৯৯৪ সালের ৩০ নভেম্বর আনসার বাহিনীর সদস্যদের মধ্যে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অসন্তোষ দেখা দেয়। যা পরে বিদ্রোহে রূপ নেয়। পরে ৪ ডিসেম্বর বিদ্রোহ নিয়ন্ত্রণ আনার পর তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়। পরবর্তীতে ওই মামলা থেকে তারা খালাস পান।
এর মধ্যে বেশ কিছু কর্মকর্তা চাকরিতে পুনর্বহাল হন। রাষ্ট্রপতির কাছে বঞ্চিতরা চাকরি ফিরে পাওয়ার আবেদন করেন। ২০১০ সালে নিয়োগ দেয়ার কথা বলা হলেও তাতে কাজ হয়নি। পরে কিছু আনসার সদস্য হাইকোর্টে রিট করেন। গত ১৩ এপ্রিল ওই রিটের শুনানি শেষে ২৮৯ জন চাকতিতে পুনর্বহালের পক্ষে রায় দেয় হাইকোর্ট।
এরপর হাইকোর্টে ২টি রিট করেন ১৪৪৭ জন আনসার সদস্য।