গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
এম এ লিংকন,মেহেরপুর : সারা বিশ্বের ন্যায় মেহেরপুরের গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা অফিস দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
এদিন সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, মেহেরপুর জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি আব্দুল হালিম,জেলা আ.লীগের কৃষি বিষয়ক সাবেক সম্পাদক শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান,গাংনী উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদিকা ফারহানা ইয়াসমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ ইউনুস।
সভাটি পরিচালনা করেন, পরিবার-পরিকল্পনা অফিসের ইউনিয়ন পরিদর্শক আশিইল-ইশরাক