LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ শুক্রবার| ১৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

ফোর-জি’র ঐতিহাসিক যাত্রায় প্রস্তুত বিটিআরসি,



 

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নির্দেশনা মতো এবছরই ফোর-জি সেবা চালু ও স্পেকনিউট্রালিটি বাস্তবায়ন করতে প্রাথমিক সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এজন্য করা খসড়া ফোর-জি (এলটিই) গাইডলাইন নিয়ে উন্মুক্ত মতামত প্রকাশের সুযোগ শেষ হচ্ছে বুধবার।

এরই মধ্যে আবার অপারেটরদের স্পেকট্রাম নিরপেক্ষতার দাবিকে আমলে নিয়ে বিটিআরসি পাঠানো খসড়া স্পেকট্রাম গাইডলাইন এখন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে। অপারেটর এবং আগ্রহীরা চাইলে স্পেকট্রাম নীতিমালা নিয়ে মতামত জানাতে পারবে এ মাসের ১৮ তারিখ পর্যন্ত।

ফোর-জি’র খসড়া গাইডলাইন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদন পেলেই লাইসেন্স প্রক্রিয়া শুরু হবে। এরপর সক্ষমতা অনুযায়ী স্পেকট্রাম বরাদ্দ পাবে অপারেটররা।

বিটিআরসির ফোর-জি প্রস্তুতি তুলে ধরে নিয়ন্ত্রক সংস্থাটির মিডিয়া এবং কমিউনিকেশন্স উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক জাকির হোসাইন খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নির্ধারিত সময়েই ফোর-জি লাইসেন্স দেয়া যাবে বলে প্রত্যাশা করছি। ইতোমধ্যে আমরা ফোর-জি প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছি।পরীক্ষায় ডাউনলোড স্পিড ছিল ১৩০ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)। কোনো রকম বাফারিং ছাড়া ভিডিও দেখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।’

“ভিডিও কল আটকে যাবে না, হাই রেজুল্যুশনের ভিডিও দেখা যাবে। মোবাইলে টেলিভিশন চ্যানেল দেখাটা হবে অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি মানসম্পন্ন । প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা দেশে আসলে তার উপস্থিতিতে ফোর-জি শীর্ষক উপস্থাপনা তুলে ধরা হবে। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই লাইসেন্স এবং পরবর্তী কয়েক মাসে দেশে ফোর-জি যাত্রা শুরু হবে বলে আশা করছি আমরা।’’অপারেটররা জানিয়েছেন কিছু সংকটের কথা। যথেষ্ট ফোর-জি সক্ষম হ্যান্ডসেট না থাকা, স্পেকট্রাম নিরপেক্ষতার দাবিপূরণ হবে কিনা এরকম আশঙ্কার মধ্যেই ফোর-জি চালুর প্রস্তুতি নিতে হচ্ছে বলে জানিয়েছে তারা। তবু আগামীকালই ফোরজি নিয়ে নিজেদের মতামত জমা দেবেন বলে জানিয়েছেন মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এর মহাসচিব টিআইএম নুরুল কবির। তবে সুপারিশ বা মতামত ব্যবসায়িক স্বার্থে এখনই প্রকাশ করা সম্ভব নয় বলে চ্যানেল আই অনলাইনকে জানান তিনি।

ফোর-জি নেটওয়ার্ক নিয়ে রবি-এয়ারটেল কতটুকু প্রস্তুত? চ্যানেল আই অনলাইনকে রবি’র মুখপাত্র ইকরাম কবীর বলেন: ‘ফোর-জির জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে আমরা বিনিয়োগ করে যাচ্ছি। ফোর-জি বা এলটিই প্রযুক্তির মেরুদণ্ড ফাইবার। অপারেটররা নিজে যেন এই ফাইবার স্থাপন করতে পারে এমন নীতি প্রবর্তন করা উচিৎ।’

এছাড়া ফোর-জি চালুর আগে স্পেকট্রাম বরাদ্দ ও গ্রাহকদের হাতে ফোর জি চালাতে সক্ষম মোবাইলফোন আছে কিনা তাও দেখা উচিৎ বলে মনে করেন ইকরাম কবীর।

তিনি বলেন: ফোর-জি বা এলটিই’র জন্য মূল উপকরণ স্পেকট্রাম। তাই ফোর-জি চালুর আগে সব ব্যান্ড স্পেকট্রাম সুলভ মূল্যে নিলাম এবং টেক নিউট্রালিটি বাস্তবায়ন করা উচিৎ। ফোর-জি হ্যান্ডসেট ছাড়া গ্রাহকরা এ প্রযুক্তির সঠিক অভিজ্ঞতা নিতে পারবে না। এসব নিশ্চিতের জন্য সরকারের নীতিই বলে দেবে আমরা ফোর জির জন্য প্রস্তুত কি না।’

এপ্রিলে এলটিই প্রযুক্তির সফল পরীক্ষা চালায় রবি

ফোর-জি প্রযুক্তির জন্য বাংলালিংকও প্রস্তুত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স আসিফ আহমেদ।

নিরপেক্ষভাবে স্পেকট্রাম বরাদ্দ নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন: বাংলালিংকের ডিজিটাল রূপান্তরের অংশ হচ্ছে ফোর জি। তবে এজন্য স্পেকট্রাম নিউট্রালিটি থাকতে হবে। এজন্য আমরা আগে স্পেকট্রাম বরাদ্দ চাই। বিটিআরসিকে আমাদের বিনিয়োগ বৃদ্ধির সুযোগ দিতে হবে। এছাড়া আমাদের টাওয়ার বিক্রির সুযোগও দেয়া উচিৎ। এরইধ্যে আমাদের প্রযুক্তি সহায়তা দেয়া প্রতিষ্ঠান ফোর জি নেটওয়ার্কের পরীক্ষামূলক প্রস্তুতিতে সফলতা পেয়েছে।’

স্পেকট্রাম নিউট্রালিটি নিশ্চিতে পদক্ষেপ নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান চ্যানেল আই অনলাইনকে এবছরের মে মাসে জানান, ‘আগে লাইসেন্স দেবো, এরপর অপারেটদের সক্ষমতা অনুযায়ী স্পেকট্রাম বরাদ্দ দেয়া হবে। অপারেটরগুলো এখন একেক ধরনের সার্ভিস একেকটা ব্যান্ডের স্পেকট্রামে দেয়। ফোর জি চালু হলে যেকোন সার্ভিস যেকোন স্পেকট্রামে দেয়া যাবে। এখন থ্রিজি সার্ভিস ২১০০ ব্যান্ডে এবং টু জি ৯০০ ও ১৮০০ ব্যান্ডে আছে।’

“ফোর জি দেয়ার কথা ছিল ৭০০ ব্যান্ডে। কিন্তু এজন্য অনেক টাওয়ার লাগতো, শেয়ারিং এবং বিনিয়োগেরও ব্যাপার ছিল। এখন স্পেকট্রাম নিরপেক্ষতা দেয়া হলে আর ব্যান্ড স্পেসিফিকেশন প্রয়োজন হবে না।’’

এবছরের ১৫ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক সভায় যোগ দেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। যেকোন মূল্যে ২০১৭ সালের মধ্যেই ফোর জি চালু করতে বলেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে ওই সভাতেই স্পেকট্রাম নিরপেক্ষতা নিশ্চিতের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।


1