নারীর ক্ষমতায়নে সিটি কপোরেশনের নীতিমালা পরিবর্তনের দাবি
নারীর ক্ষমতায়নে সিটি কপোরেশনের নীতিমালা পরিবর্তনের দাবি জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলরা।
পুরুষ কাউন্সিলরা শ্রেণী, বৈষ্যম ভুলে কাজ করার কথা বললেও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অভিযোগ নারী হিসেবে মূল্যায়ন করা হয় না তাদের।
তাদের আহ্বান সংরক্ষিত নারী কাউন্সিলর পদ্ধতি বাতিলের।
আর রাজধানীকে নারীবান্ধব নগরী বলতে নারাজ দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিতে সরকারকে নজর দেয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীতে "ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সাথে নিরাপদ ও নারীবান্ধব ঢাকা মহানগর" শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ।
এতে দক্ষিণ সিটির নির্বাচিত সাবেক কাউন্সিলরা ও সংরক্ষিত নারী কাউন্সিলরা অংশ নেন।
আইন করে নারীরপ্রতি বৈষম্য নয় পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান সংরক্ষিত নারী কাউন্সিলরা।
নারী-পুরুষ বৈষ্যম ভুলে সবাই একই সঙ্গে কাজ করার প্রত্যয় কাউন্সিলরদের। নারীর ক্ষমতায়নের জন্য নারী শিক্ষার ওপর গুরুত্ব দেন তারা।
আর নারীদের জন্য ঢাকা নগরী নিরাপদ নয় বলে মন্তব্য ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি ষ্টারের সম্পাদক মাহফুজ আনামের।
নগরীতে নারীর ক্ষমতায়নে ওয়ার্ডভিত্তিক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথা বলেন তিনি।