পরিচয় মিলেছে জঙ্গিদের,দুই মামলার প্রস্তুতি
আব্দুস সাত্তার: সাভার: আশুলিয়ায় জঙ্গি আস্তানায় অভিযানে আটক সারোওয়ার তামিম পন্ত্রীর চার জঙ্গির পরিচয় পাওয়া গেছে। এদিকে তাদের বিরুদ্ধে দুটি মামলার প্রস্তুতি নিচ্ছে র্যাব।
আটককৃতরা হলো-১) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সাংকি ভাদাগ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে মোজাম্মেল হক মাসুদ(১৮) । ২) চট্রগ্রাম জেলার রাউজান থানার কদলপুর মেয়াজি গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইফরানুল ইসলাম ওরফে সুফিয়ান খান। ৩) গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উদাখালি গ্রামরে রেজাউল করিমের ছেলে রাশেদুল নবী রাশেদ( ২২)। ৪) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হোগলি কৃষনগর গ্রামের আব্দুল হান্নান আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (২১)।
এদিকে আশুলিয়ার থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অস্ত্র আইনে দুটি মামলা দায়েয়ের প্রস্তুতি চলছে।
র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল হাকিম বিষয় গুলো নিশ্চিত করে জানান, মামলার প্রায় প্রস্তুতি শেষ আজ বিকেলের ভিতরে মামলার দায়ের সম্পন্ন করা হবে। এছাড়া তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হবে। পরে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য রবিবার আশুলিয়ার নয়ারহাট চৌরাপাড়া এলাকার জঙ্গি আস্তানায় অভিযানে চার নব্য জেএমবি সদস্য আত্মসমর্পণ করে। পরে তাদের আটক করে র্যাব হেফাজনে নেওয়া হয়। পরবর্তীতে আজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজকে তাদের আশুলিয়া থানায় নিয়ে আসা হচ্ছে।