খুলনায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধ’ নিহত ২
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গত ১১ জুলাই জোড়াগেট এলাকায় সাইদুল ইসলাম নামের একজন খুন হন। ওই খুনের মামলার এক নম্বর আসামি গুডডু বাবুকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার যাওয়া হয়। এ সময় নগরের সদর থানার রেলওয়ে প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের এলাকায় পৌঁছানোর পর তাদের লোকজন পুলিশের ওপর হামলা চালায়।
আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে গুডডু বাবু ও তার সহযোগী আল মাহমুদ গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি জানান, সাইদুল হত্যা মামলায় প্রধান আসামি গুড্ডু বাবু ও দুই নম্বর আল মাহমুদ।
প্রধান আসামি গুড্ডু বাবুর নামে নগরের বিভিন্ন থানায় মামলা আছে।