গাংনীতে মৎস সপ্তাহ২০১৭ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা র্যালী
এম এ লিংকন মেহেরপুর প্রতিনিধিঃ মাছ চাষে গড়বো দেশ,বদলে দেব বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা, র্যালী ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে মৎস্য সপ্তাহ ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিস চত্বর থেকে মানোনীয় সংসদ সদস্য মকবুল হোসেনের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধাান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।র্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়র হোসেন ,গাংনী উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, গাংনী উপজেলা মৎস্য র্কমকর্তা আবুল কালাম আজাদসহ মৎস্য চাষী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।র্যালী শেষে গাংনী উপজেলা চত্বর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহি কর্মকর্তা আরিফ উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আনোয়ার হোসেন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দীন , এসময় উপজেলার মৎস্য সমিতির প্রতিনিধিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। পরে প্রধান অতিথি মেহেরপুর২-গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন উপস্থিত থেকে গাংনী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে।