গাংনীতে বিলের বাঁধ অপসারণ- ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
এম এ লিংকন মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা-নিত্যানন্দপুর গ্রামের বিলে ভ্রাম্যমাণ আদালতে বাঁধ অপসারণ করা হয়েছে। এ সময় বাঁধ স্থাপনকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বাঁধ স্থাপন করে ডিমপোনা আহরণ করার অভিযোগে এ জরিমানা করা হয়। এ সময় ওই বাঁধ স্থাপনকারী উপজেলার চিৎলা-নিত্যানন্দপুর গ্রামের মইদুল হককে পূনরায় বাঁধ নির্মাণ না করার বিষয়ে সর্তক করা হয়।
গতকাল রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহমেদ-এর নেতৃত্বে ওই বিলে স্থাপনকৃত একটি বাঁধ অপসারণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ বলেন,এ মাসে প্রায়ই বৃষ্টি হওয়ার ফলে নদীতে পানি রয়েছে। এ সুযোগে মাছে বংশ বিস্তারের জন্য প্রচুর ডিম পোনা জন্ম দিয়েছে। কিন্তু এক শ্রেণীর জেলেরা ওই সব ডিম পোনা বাঁধ দিয়ে ও জালের মাধ্যমে ধ্বংস করছে। বাঁধ দেয়ার ফলে মাছের বংশ বিস্তারের ক্ষেত্রে বড় ক্ষতি হচ্ছে। তাই এভাবে মাছ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।